আজ আমরা পাখি হয়ে উড়ব আকাশে।
গন্তব্য দিগন্ত পেরিয়ে স্বর্গ রাজ্য পানে।
যান্ত্রিক নিয়ম ভেঙ্গে মাতব কিছুক্ষণ
আনন্দের হিল্লোলে। সুখের অমিয় ধারা থেকে
চতুর বিড়ালের মত চুকচুক চুষে নেব
প্রণয়ী শরাব। মাতব তোমাতে, তারপর হারাবো
গরান, গেওয়া, সুন্দরীর বনে সুখের মেলা বসেছে
পসরা সাজিয়ে বসেছে দোকানি।
তোমার জন্য একমুঠো সুখ কিনব আমি।
ভাবছো, যদি ঝড় উঠে পসরা ভেস্তে যায়?
তাতে কি! দুজনে সুখ কুড়াব
শৈশবে আম কুড়ানোর মেত করে।
ছেনে ছেনে হামাগুড়ি দিয়ে।
গিরিশৃঙ্গের সর্বোচ্ছ শিখর থেকে
গভীরতম সাগরের তলদেশ পর্যন্ত।
যেখানে মুক্ত থাকে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭