যেমন লেখা হইছে রামায়ন: উপজীব্য রাম সীতা
সাথে আইছে হাজার চরিত্র, ভরত লক্ষ্মণ ভ্রাতা
রাক্ষসরুপী রাবন আইছে, আইছে সীতার পিতা
আইছে হনুমান, লেজে আগুন, বুকে লইয়া সীতা
বাল্মিকীর কলমে সে সব প্রেম কাব্য হইল গাথা
লেখা হইছে ইউসুফ জোলেখা, প্রেমের উদাহরণ
জোলেখার প্রেম পরীক্ষা,গানে গানে হয়েছে বর্ণন
আইসাছে লিজেন্ড হইয়া, ও মন চোখেরও কান্দন
ইউসুফ নবী, নবী নয়, হেথায় প্রেমিক সুজন
কৃষ্ণ লীলা নাম হইল, কবি, রাধারও স্মরণে
হাজার ভজন লেখা হইল কৃষ্ণ রাধার প্রেমে
আসিল আসিল কৃষ্ণ লইয়া গান মানব প্রেমে
নজরুল লেখিল, রাধা কৃষ্ণের বিরহ-মিলনে
তোমার আমার প্রেমের কথা ঈশ্বরের আরশে
আমাদের ই প্রেমগাথা জমা লাওহে মাহফুজে
হাজার বছর: লেখা ছিল ত্রিপিটক বাইবেল বেদে
ইহুদী নাসারাদের হাজার বছরের ঘৃন্য ষড়যন্ত্রে
মুছে গেল প্রেম কাহিনী, জায়গা নিল ঘৃনা মন্ত্রে
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯