আজ ইস্টার সানডে। দুদিন আগে ২৫ মার্চ ছিলো গুড ফ্রাইডে, খ্রিষ্টবিশ্বাসীদের মতে- যেদিন যীশুর পরিত্রানদায়ি মৃত্যু হয়েছিল। দুদিন পরে রবিবারে হয়েছিল তার গৌরবময় পুনরুত্থান।
খেয়াল করুন, দুদিন আগে ছিলো ২৫ মার্চ। যেদিন শুক্রবার ছিলো বটে তবে সে শুক্রবারের ইতিহাসটা গুড নয় বরং ডার্ক!
১৯৭১ সালে অবশ্য এ দিনটি ছিলো বৃহঃবার, এক কৃষ্ণ বৃহঃবার।
তারপরের দিন ২৬ মার্চেই স্বাধীনতার আগুনের আশীর্বাদে জেগে উঠেছিলো এ দেশ, হয়েছিলো বাংলাদেশের পুনরুত্থান।
তাই ১৯৭১ সালের সে শুক্রবারই গুড ফ্রাইডে কিংবা স্টার ফ্রাইডে।
কৃষ্ণ বৃহঃবারেরর সাথে এ পুণ্য শুক্রবারের ব্যবধান ছিলো সামান্যই তবে মহিমান্বিত। যে মাহত্ব বুঝতে হলে আমাদের জানতে হবে স্টার সানডে'তে করা সাধু পলের উক্তি- "আমার পুরোনো আমি যিশুর সাথে ক্রুশবিদ্ধ হয়েছে, যিশুর সাথে আমার নতুন আমি টি জেগে উঠেছে।"
১৯৭১ সালের ২৫ মার্চ, মৃত্যু ঘটে ৪৭-এর পুরোনো স্বাধীনতার, ২৬ মার্চে জেগে ওঠে নতুন বাংলাদেশ।
তারপর কেটে গেছে ৪৫ বছর!
স্বাধীনতা আজ প্রতি পদে পদে ধুকছে, প্রতিটি দিনে মরছে!
প্রতিটি দিনই এখানে ডার্ক! এখানে নেই কোন গুড ফ্রাইডে, নেই স্টার সানডে!
স্বাধীনতা এখানে শুক্রবারে ব্যাংকের ভোল্ট থেকে লুট হয়! রবিবারে সেনানিবাসে ধর্ষিত হয়!
*(নোট- বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিলো শুক্রবারে! তনু ধর্ষিত এবং খুন হয়েছিলো রবিবারে)
এভাবে প্রতিদিনই মৃত্যু ঘটছে স্বাধীনতার! যে মৃত্যু যাচ্ছে আরো মৃত্যুর মিছিলে! এর কোন পরিত্রান নেই..থাকবেই বা কি করে?
পুরোনো যিশুর এখানে ক্রুশবিদ্ধ হয় কিন্তু পুনরুত্থান ঘটে না!
দেশের প্রয়োজনেই এখন স্বাধীনতার পুনরুত্থান দরকার....