somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত ফেলানীকে ফেলবে বিএসএফ? সীমান্তে সাধারণ মানুষ হত্যা বন্ধ হোক

২৯ শে জুন, ২০২০ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে দুই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে পাঁচ জন বাংলাদেশীর প্রাণ গেছে। দুই দিনে পাঁচ জন দেখে আমাদের হয়তো মনে হচ্ছে সংখ্যাটা বেশি হয়ে গেছে। কিন্তু বাস্তবে প্রতি মাসেই কমবেশি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। বিষয়টা উদ্যেগজনক হলেও উচ্চ পর্যায়ে তেমন কোন গুরুত্ব পায় না। কেন পায় না তা হয়তো আমার মত আম জনতা বুঝতে পারে না বা পারার কথাও নয়। নিশ্চই কোন বিষয় আছে যা আমরা জানতে পারছি না। প্রতিটি হত্যাই একেকটা ঘৃণ্য অপরাধ। মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে সবাই সমান। কাজে-কর্মে, শিক্ষা-দীক্ষায়, জ্ঞাণ-গরিমায় হয়তো একেক জনের অবস্থান ভিন্ন ভিন্ন। কিন্তু জীবন ধারণের অধিকার সবার একই। এমনটাই জেনে আসছি এতদিন, মানবাধিকারের সংজ্ঞাও তাই বলে। দুই দিনে যে পাঁচ জন মানুষ মারা গেছে তারা গরু ব্যবসায়ী বা চোরা কারবারি। এমনটাই দাবী করেছে বিএসএফ। কিন্তু গরু ব্যবসায়ী বা চোরা কারবারিরাওতো মানুষ। তাদের আটক করে আইনের আওতায় আনাটাই হতো বিবেকবান মানুষের কাজ। আমি গরু ব্যবসায়ী বা চোরা কারবারিদের পক্ষে বলছি না, মানুষের পক্ষে কথা বলছি। একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বা একজন সাংবাদিক যদি বন্দী হয়, তাকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক লবিং-গ্রুপিং শুরু হয়ে যায়। কিন্তু সীমান্তে সাধারণ মানুষ মরলে বা আটক হলে কারো কোন ভ্রুক্ষেপ থাকে না। এটা খুবই দুঃখজনক। আমি সীমান্তে হত্যার তীব্র নিন্দা জানাই।

মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা। মানবাধিকারের সংজ্ঞা খুঁজলে জানা যায়, মানবাধিকার হচ্ছে কতগুলো সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি, যা মানব জাতির সদস্যদের আচার আচরণ ও বিশেষ বৈশিষ্ট্যকে বুঝায় এবং যা স্থানীয় ও আর্ন্তজাতিক আইন সমষ্টি দ্বারা সুরক্ষিত যা মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ বিষয় হিসেবে ধর্তব্য। এতে কোন মানুষ এজন্য সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে যে, সে জন্মগতভাবে একজন মানুষ। অন্য কথায় বলা যায়, দৈনন্দিন জীবনে চলার জন্য মানুষের যেসকল অধিকার রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত তাদেরকে মানবাধিকার বলে। জাতিসংঘের Universal Declaration of Human Rights এর ১ম অনুচ্ছেদে লেখা রয়েছে যে, All human beings are born free and equal in dignity and rights. অর্থাৎ ‘জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদা অধিকার।’

বছরের শুরুতেই উত্তরাঞ্চলীয় নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে আরও তিনজন বাংলাদেশি আহত হয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়। ভোরের দিকে ২০/২৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতীয় সীমান্তে কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদেরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ভারতীয় সীমান্তের ভেতরেই তিন জন নিহত হন। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ'এর গুলিতে আরো দুই বাংলাদেশি নিহতের খবরও প্রকাশিত হয় গণমাধ্যমে। তারাও ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে উপজেলার বনচৌকি সীমান্তের কাছে এই গোলাগুলির স্বীকার হন।


সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা বাংলাদেশের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্যামিতিক হারে বারছে সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যা। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছিলেন যে, গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে মোট ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি আরও জানান, ২০১৯ সালে সীমান্তে নিহত হন ৩৫ জন, ২০১৮ সালে ৩ জন, ২০১৭ সালে ১৭ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১২ সালে ২৪ জন, ২০১১ সালে ২৪ জন, ২০১০ সালে ৫৫ জন ও ২০০৯ সালে ৬৬ জন। কিন্তু বিএসএফ-এর হিসেবে এই সংখ্যা আরো কম। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে ২০১৯ সালে সীমান্তে ৪৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে গুলিতে ৩৭ জন এবং নির্যাতনে ৬ জন। আহত হয়েছেন ৪৮ জন। অপহৃত হয়েছেন ৩৪ জন। ২০১৮ সালে নিহত হয়েছেন ১৪ জন। আর ২০১৭ সালে ২৪ জন। সরকারি হিসাব ধরলে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সীমান্ত হত্যা বেড়েছে ১২ গুণ। আর বেসরকারি হিসাবে তিনগুণের বেশি।


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা অনন্তপুর সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী খাতুনের বীভৎস হত্যার নবম বার্ষিকী গেল গত ৭ জানুয়ারি ২০২০। ফেলানী হত্যার কথা আমাদের সবারই মনে আছে নিশ্চই। তবুও একটু পূনরাবৃত্তি করি। আমরা যে ইতিহাস ভুলে যাওয়ার জাতি! নয়াদিল্লীতে গৃহকর্মীর কাজ করতেন ফেলানী খাতুন। ফেলানী সেদিন তার বাবার সঙ্গে বাংলাদেশে ফিরছিল। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিজ ভূমে ফেরার সময়, ফেলানীর পোশাক কাঁটাতারের বেড়ায় আটকে গিয়েছিলো। ভীত-সন্ত্রস্ত-আতঙ্কিত ফেলানী চিৎকার শুরু করে। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) সেই চিৎকারের জবাব দেয় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে। সেখানেই ফেলানী মারা যায়। মধ্যযুগীয় বর্বরদের মতো ফেলানীর প্রাণহীন দেহটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের বেড়ার উপর। হয়তো অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের ভয় দেখাতেই এমনটা করেছিলো বিএসএফ! ভাবতে পারেন, কতটা বর্বর হলে মানুষ এমনটা করতে পারে?

ফেলানী হত্যার শেষ পরিনতি কী হয়েছিলো জানেন কেউ? ফেলানী হত্যার ফলে বাংলাদেশে এবং ভারতেরও কোনো কোনো মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয় ফেলানীর ঝুলন্ত দেহের ছবি। অনেকে বাংলাদেশকে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখার সাথে তুলনা করেছিলো। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ন্যায় বিচারের দাবি উঠেছিলো। ফেলানী হত্যার প্রধান আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ এবং তার উচ্চপদস্থ কর্মকর্তারা বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে নির্দোষ প্রমাণিত হন। রায় পুনর্বিবেচনা করেও একই আদালত সিদ্ধান্ত বহাল রাখেন। ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশও আমলে নেওয়া হয়নি। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশেই বুঝাযায় কত বড় অমানবিক ও জঘন্য কাজ করেছিলো বিএসএফ।

বিএসএফ বরাবরই এই ধরনের মৃত্যুকে ‘হত্যা’বলতে নারাজ। তাদের ভাষায় এগুলোকে ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’বলে আখ্যায়িত করা হয়। ২০১৯ সালের ১২ থেকে ১৫ জুন ঢাকায় অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালকের (ডিজি) বৈঠকের পর, বিএসএফের ডিজি জোর দিয়ে বলেছেন যে এ জাতীয় মৃত্যুগুলো 'হত্যা নয়, অনাকাঙ্ক্ষিত মৃত্যু'! তিনি অবশ্য স্বীকার করেছেন যে ‘দুর্বৃত্তরা হামলা চালালে আত্মরক্ষায়’বিএসএফ সদস্যরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। ২০১৮ সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছিল। যেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার না করার ব্যাপারে উভয় দেশ একমত হয়। কিন্তু, এক্ষেত্রে স্পষ্টতই এই চুক্তির লঙ্ঘন করা হয়েছে এবং এখনও হচ্ছে। ভবিষ্যতেও চুক্তির লঙ্ঘন করবে বিএসএফ এমনটা সহজেই অনুমেয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রধান কারণ বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগ। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ। উভয় দেশের বহু মানুষ নদী ভাঙনের কারণে খেত-খামার ও জীবিকা হারিয়েছে। তারা আন্তঃসীমান্ত গবাদী পশু চড়িয়ে, কেউবা গবাদি পশু ও পণ্য পাচারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। অনেক ক্ষেত্রে, চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অনেককে ধরে নিয়ে নির্যাতন করা হয় বা হত্যা করা হয়। পণ্য পাচারের জন্য শিশুদেরও ব্যবহার করা হয়। কারণ, তাদের ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। তবে শিশুরাও নিরাপদ নয়, তারাও সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়। সীমান্ত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে শিশু নির্যাতনের ঘটনাও আছে। ২০১৯ সালের ১০ মে সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিএসএফের হাতে নির্যাতনের শিকার হন কবিরুল ইসলাম। তার মুখ এবং পায়ুপথে পেট্রল দেওয়া হয়েছিলে। এর ১৭ দিন পর ২৭ মে নওগাঁর শাপার সীমান্তে আজিমুদ্দিন নামের এক রাখালের ১০টি আঙুলের নখ দুষ্কৃতিকারীরা তুলে নেয় বলে অভিযোগ পাওয়া যায়।


ভারতীয় কর্তৃপক্ষের মতে বিএসএফ আত্মরক্ষার জন্য হত্যা করে। কিন্তু, বাস্তবতা তা বলে না। বেশ কয়েক বছর আগে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) ‘ট্রিগার হ্যাপি’নামে একটি প্রতিবেদনে এ ধরনের বেশ কয়েকটি মামলার উল্লেখ করেছে। যাতে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে বা সতর্ক না করেই নির্বিচারে গুলি চালায়। বিএসএফ দাবি করেছে যে দুর্বৃত্তরা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে তাদের সদস্যরা গুলি চালায়। তবে কোনো অপরাধের সন্দেহে প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার ন্যায়সঙ্গত হয় না।

এইচআরডাব্লিউ, অধিকার ও এএসকের প্রতিবেদন এবং সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার যে অপরাধী হিসেবে সীমান্তে হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড়জোর কাস্তে, লাঠি বা ছুরি থাকে। এমন ব্যক্তিদের মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সম্ভবত অতিরিক্ত শক্তি ব্যবহার করে ফেলছে। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পিঠে গুলি করা হয়েছিল। এইচআরডাব্লিউ আরও উল্লেখ করেছে, তদন্ত করা মামলার কোনোটিতেই বিএসএফ প্রমাণ করতে পারেনি যে হত্যার শিকার ব্যক্তিদের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র বা বিস্ফোরক পাওয়া গেছে; যার দ্বারা তাদের প্রাণ সংশয় বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকতে পারে। সুতরাং, বিএসএফের মেরে ফেলার জন্য গুলি চালানোর দৃষ্টিভঙ্গি জাতীয় ও আন্তর্জাতিক আইনে মানুষের জীবনের অধিকার লঙ্ঘন করে। যা ভারত ও বাংলাদেশ উভয় দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। নিরস্ত্র সাধারণ মানুষ হত্যার কারনে হত্যাকান্ডে জড়িত বিএসএফ এর সেই সব জওয়ানদের আর যাই বলা যাক না কেন জওয়ান বা সৌনিক বলা যায় না। কোন জওয়ান বা সৌনিক নিরস্ত্র মানুষকে পিছন থেকে গুলি করে না। পিছন থেকে গুলি করে কাপুরুষেরা, জওয়ান বা সৌনিকরা নয়।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী কারা? অবশ্যই কৃষক, গরু ব্যবসায়ী, চোর, চোরা কারবারি, সাধারণ মানুষ। এটা কোন নতুন ঘটনা নয়। ভারতের চোরদের সাথে আতাত করেই গরু আনা হয় বাংলাদেশে, ভারতের চোরা কারবারিদের সাথে যোগসাজসেই কারবারটা করা হয়। এই চুরির ভাগ বাটোয়ারা কোথায় কোথায় যায় একটু খোঁজ নিন। ভাগে না বনলেই নিরস্ত্র চোরগুলো হয়ে যায় ভয়ংকর সন্ত্রাসী অনুপ্রবেশকারী। এছাড়া কৃষকরা সীমান্তে কৃষি কাজ করার কালে হাতে থাকে কাস্তে, কোদাল। ভারতীয় বিএসএফ জওয়ানদের কাছে কাস্তে দোকাল যদি হয় অস্ত্র তাহলে আপনারা যা কাধে নিয়ে ঘোরেন অর্থাৎ সীমান্ত পাহারা দেন তাতো পারমানবিক অস্ত্রতুল্য। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী চোর, চোরা কারবারিদের ধূপ-ধুনো দিয়ে পূজো করতে বলছি না। তাদের আটক করুন, বিচারের মুখোমুখি করুন, প্রচলিত আইনে বিচার করে শাস্তি নিশ্চিত করুন। কেন তাদের প্রাণে মারা হয়? তাদের বিচারের মুখোমুখি করার সৎ সাহস কি বিএসএফের নেই? কি আনন্দ পান সাধারণ মানুষ হত্যা করে? কি লাভ হয় এই হত্যায়? এভাবে কি বেটাগিরি দেখানো যায়? একে কি বেটাগিরি বলে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে। জবাব মিলে না। আমরা তো সাধারণ মানুষ। সরকারের মনেও কী এমন প্রশ্ন জাগে না? সীমন্ত হত্যা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। ভারত বড় রাষ্ট্র, বাংলাদেশ ছোট রাষ্ট্র। এখানে বড় ছোটর কিছু নেই। রাষ্ট্রতো রাষ্ট্রই। বরং যদি ভারত মনে করে তারা বড় রাষ্ট্র তবে বড়র বেশি সহনশীলতা থাকতে হয়। কাজে বড় না হলে সেই বড়র কোন মানেই হয় না। সীমান্তে হত্যা বন্ধ হোক। আর একটি প্রাণও যেন নির্যাতন-গুলির আঘাতে না হারায় সেই প্রত্যাশাই করি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২০ রাত ১০:০৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেশনায়ক তারেক রহমানকে সম্পৃক্ত করার নেপথ্যে  

লিখেছেন এম টি উল্লাহ, ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮


আগেই বলেছি ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামীলীগের যবনায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে পৌনে একশ মামলা হলেও মূলত অভিযোগ দুইটি। প্রথমত, ওই সময়ে এই প্রজন্মের নিকট উপস্থাপন করা হয়েছিল দেশনায়ক তারেক... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পকে নিয়ে ব্লগারদের রাজনৈতিক চিন্তাভাবনা

লিখেছেন সোনাগাজী, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০



**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****

ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ

লিখেছেন সরলপাঠ, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন

ঠেলার নাম বাবাজী !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

×