আছেন যারা জ্ঞানী গুণী, শুনেন দিয়া মন
করোনার ভয়াবহতা আজ, করিব বর্ণন
সময় হলে দাড়ান একটু, শুনেন দিয়া মন।
চীন থেকে উঠে এসে, ছড়ায় বিশ্বময়
জুয়ানের চেয়ে বেশি, বুড়া নিয়া ভয়
সাবধান থাকবেন সকলে, হেলা ফেলা নয়!
হাঁচি-কাশি-হাত-পা, থেকে দেহে আসে
উপসর্গ দেখা দেয়, আসে জ্বর ও কাসে
মনে রাখবেন ভাইরাসটা, খুবই সর্বনাশে!
হাত ধুইবেন বেশি বেশি, বাইরে থেকে এলে
দূরে দূরে রাখবেন ভাই, আসলে ছেলেপুলে
পরিস্কার পরিচ্ছন্ন হয়ে, পরে নিবেন কোলে।
বিজ্ঞানী-মহাজ্ঞানী, করছেন চেষ্টা ভাই
এখন পর্যন্ত এর, কোন ঔষধ নাই
শিষ্টাচার মেনে চলবেন, সবধান থাকবেন তাই।
সামাজিক দূরত্ব, মেনে চলবেন ভাই
সংক্রমন এড়িয়ে চলা, ছাড়া উপায় নাই
এড়িয়ে চলতে পারলে, কোন চিন্তা নাই।
সংকটের সময় এখন, মানবিক হন
কৃপণতা ছেড়ে দিয়ে, খুলে দেন মন
জীবন না বাঁচলে কাজে, লাগবে না এ ধন।
হিংসা-বিদ্বেষ-খারাপ কাজ, ছাড়তে হবে ভাই
কাধে কাধ না মিলালে, বাঁচার উপায় নাই
সকলে মিলে এ সংকট, জয় করতে চাই।
অধম জুয়েল বলে, আসবে নতুন ভোর
ইতিহাস রাখবে মনে, আছেন যারা চোর
সময় থাকতে সাবধান হন, যত রিলিফ চোর।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭