আবুল হাসানের অভিষেক টেস্টে সেঞ্চুরি
রেকর্ড গড়ে আবুল হাসানের ইতিহাস সৃষ্টি
চা বিরতির সময় বাংলাদেশের বিপর্যয় দেখে যারা খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন, শেষ বিকেলে তাদের বিস্ময়ের অন্ত নেই। একি দেখছেন তারা ! ১৯৩ রানে ৮ উইকেট পড়ে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ ! বিস্ময়ের ওপর বিস্ময়, নয় নম্বরে ব্যাট করতে নামা ‘বোলার’ আবুল হাসান হাঁকিয়ে ফেলেছেন এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক সেঞ্চুরি ! ঐতিহাসিক বলা হচ্ছে এই কারণে আবুল যে কীর্তি করেছেন, তা টেস্ট ক্রিকেটে বিরলতম ঘটনাগুলোর একটি। অভিষেকে দশ নম্বরে কোনো ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১১০ বছর আগে; ১৯০২ সালে। অস্ট্রেলীয় ক্রিকেটার রেগি ডাফের সেই কীর্তিরই পুনরাবৃত্তি করলেন আমাদের আবুল হাসান
১৩৫ বছরের টেষ্ট ইতিহাসে সর্ব প্রথম ডেব্যুটেন্ট (অভিষিক্ত) ১০নম্বর ব্যাটসম্যানের শতরান।
১৩৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ১০ নম্বরে খেলতে নামা দ্বিতীয় সেঞ্চুরিয়ান আমাদের সবার গর্বের আবুল হাসান রাজু ।
অভিনন্দন আবুল হাসানকে।
আসুন সবাই কমেন্ট এ ১০০ লিখে তার এই সেঞ্চুরী উদযাপন করি।
নাম তার আবুল হোসেন রাজু মূলত একজন বলার ।
অথচ এক বলার হয়েও জীবনের প্রথম
ম্যাচেই করেছেন সেঞ্চুরি ।
১০০ রানের মধ্যে ছিল ১০ টি চার এবং ৩
টি ছয়!!!! খেলেছেন সব চোখ জুড়ানো শট!!!!!
খুশিতে চোখ ভিজে যাচ্ছে ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩