নৈঃশব্দ্যের স্তব্ধতা একাকীত্বের বীজ বুনে যায়
সুনিপুণ কারুকার্যে ।
তিমির রাত , তৃষিত মন
জাগিয়ে রাখে আমায় মধ্য রাতে ।
জাগিয়ে তোলে অসংখ্য নিউরন
যারা ঘুমিয়ে ছিল দিনের আলোয় ।
ফুঁপিয়ে কেঁদে ওঠে অতি সূক্ষ্ম অনুভূতি গুলো ,
গর্জে ওঠার সাধ্য নেই
তবুও চাপা সুরে গেয়ে যায় বেহালায় বেজে বেজে ।
এ যে নয় কো বিষাদ !
এ যে বিরহ কথন , বিরহ গাঁথা ,
অপরিমেয় ভালোবাসায় গড়ে ওঠা জমায়িত কিছু শব্দ কথন আর
হৃদয় মাঝে তিল তিল করে বেড়ে ওঠা
অজস্র স্মৃতিচারণ ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৩