রেঙ্গুনে পলাতক জীবনের শেষ দিন গুলোতে অন্তিম শয্যায় শুয়ে ভারত বর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর লিখেছিলেন, যা তার সমাধি সৌধে লিখিত রয়েছে।
" কিতনা বদ নসীব হ্যায় জাফর দাফনে কে লিয়ে দু গজ জমিন ভী না মিলি"
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মায়ানমার সফরে গিয়ে তার সমাধি সৌধ পরিদর্শন করেন ।সে সময় তিনি পরিদর্শক বইতে লিখেছিলেন
"দু গজ জমিন তো না মিলি হিন্দুস্তান মে , পার তেরী কোরবানী সে উঠি আজাদী কি আওয়াজ, বদনসীব তো নাহি জাফর, জুড়া হ্যায় তেরা নাম ভারত শান আউর শওকত মে, আজাদী কি পয়গাম সে"।
বাংলায় অনুবাদ করলে দাড়ায়;
"হিন্দুস্তানে তুমি দু গজ মাটি পাও নি সত্য।তবে তোমার আত্মত্যাগ থেকেই আমাদের স্বাধীনতার আওয়াজ উঠেছিল। দুর্ভাগ্য তোমার নয় জাফর, স্বাধীনতার বার্তার মধ্যে দিয়ে ভারতবর্ষের সুনাম ও গৌরবের সঙ্গে তোমার নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে"
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫