তুই কি আমার কবিতা হবি?
তোকে নিয়ে আমি খাতায় পুড়ে রাখবো।
তুই কি আমার কলম হবি?
তোকে নিয়ে আমি গল্প লিখবো।
তুই কি আমার আঁকার সাদা পৃষ্ঠা হবি?
যে পৃষ্ঠায় আমি তোর স্কেচ আঁকবো।
তুই কি আমার গাছের পাতা হবি?
যে পাতা ঝড়ে মাটিতে পড়ার আগেই আমি আলতো করে তুলে নিবো।
তুই কি আমার সকালের চা'এর প্রথম চুমুক হবি?
যা আমাকে সারাদিন ক্লান্তি করার রশদ যোগায়।
তুই কি আমার ভাঙ্গা মুঠোফোন হবি?
যাকে আমি কখনো আমার হাতছাড়া করি না।
তুই কি আমার হাতের ঘড়ি হবি?
যে ঘড়ি আমার হাতের কব্জির সাথে শক্ত করে বাঁধা থাকে।
তুই কি আমার দিনের শেষ সিগারেটের শেষ টান হবি?
যাকে আমি আমার দু'ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে ভরিয়ে দেই।