কি বলছো তুমি?
তুমি রোদের সাথে খেলা করবে?
ঐ রোদ তোমাকে পুড়িয়ে দিয়ে যাবে।
আমি জানি, রোদের তাপ তোমার সহ্য হয় না।
তুমি তবুও রোদকেই ভালোবাসো?
কিন্তু ঐ রোদ তোমাকে সামান্যতমও ভালোবাসে না!
তুমি বৃষ্টিতে ভিজবে? ভিজো;
আমি তোমায় বাঁধা দিবো না,
আমাকে সেই ক্ষমতা দেয়া হয় নি।
কিন্তু বৃষ্টির জল তোমাকে পছন্দ করে না।
আমি তোমাকে বলেছিলাম,
চলো জোছনায় স্নান করি-
তুমি আমাকে ফিরিয়ে দিলে!
তুমি জোছনার সাথে ছায়ার খেলা, খেলে দেখেছো?
তুমি একবারও জোছনায় ভিজো নি
একবার ভিজে দেখতে-
কথা দিলাম জোছনা তোমাকে পরিপূর্ণতা দিবে।
চলো না, আজ রাতে জোছনায় স্নান করবো-
গা ভেজাবো জোছনার আলোয়
নিজেদের উজার করে দিবো আজ এই
পূর্ণিমার রাতে! মাত্র এই একবার-
জোছনায় ভিজে দেখো;
তুমি নীল শাড়ীতে আর,
আমি না হয় টকটকে হলুদ পাঞ্জাবী'টাই পড়ে আসবো!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯