অপেক্ষা, সেদিন তুমিই তো আমাকে বলেছিলে,
যেন আমি তোমায় ভালোবাসি।
কি বলেছিলে না?
তুমি বার বার আমায় বলে গিয়েছো যেন,
আমি তোমায় ভালোবেসে যাই;
শুধু আজ-কালের জন্য না-
আজীবনের জন্য। আমিও তো তাই চেয়েছিলাম।
তবে কেন?
তোমার দু'হাত দিয়ে যেদিন
তুমি আমায় প্রথম স্পর্শ করলে
সেইদিনই আমি আমাকে-
তোমার কাছে বিসর্জন দিয়ে দিয়েছিলাম।
তারপর একদিন রাস্তায় আমায়
চিৎকার করে ডাকছিলে-
এই যে শুনছো? এই যে-
নীল শাড়িতে আর কপালের কালো টিপে
তুমিই এক পবিত্র নারী;
বিকেলের পড়ন্ত রোদ তোমার
গালে পড়তেই যেন,
রোদ-অপেক্ষাতে একেবারে মাখামাখি!
সত্যি বলছি আমি সেদিন নিঃশ্চুপ হয়ে
তোমার পবিত্র রুপ দেখেছি।
আমি সেদিন চেয়েছিলাম হারিয়ে যেতে
দু'জন একসাথে। কিন্তু কেন?
হারিয়ে যাবার কথা ছিল দু'জনের একসাথে,
তবে শুধু তুমি কেন? আজ তুমি নিঃশ্চুপ,
আর আমি আজও বিসর্জিত, শুধু তোমাতেই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩