।। কবরলোভী ঈশ্বর অথবা শয়তান ।।
উৎসর্গঃ গাজায় নিহীত সমস্ত শিশু ও মানুষদের
চারিদিকে রক্তাক্ত শিশু আর মানুষের মুখ
প্রিয়তমা, তোমাকে ভুলে যাবার এখনই প্রকৃত সময়
কেন না, যুদ্ধক্ষেত্র থেকে আমি দেখতে ভুলেছি ঈশ্বরের মুখ
শয়তান এসে রোজ হাসিমুখে দিয়ে যায় সাত্বনা, আর ক্রমশঃ নির্বীজ হতে হতে
অপেক্ষা করেছি নতুন লাশের
এ যেন এক নেশা - কবর খননরত মানুষের হৃদয়ে জেগে উঠে
তুমি তার দিকে মায়া নিয়ে তাকিয়ো না
কারণ সে জেনেছে, হত্যার পর হত্যাই যেন হয়ে উঠে একমাত্র সাত্বনা
বস্তুত, এমন অভিশাপের পর
সমস্ত সুন্দর আটকা পড়ে কবরে আর মানুষের জন্য রয়ে যায় শুধু করুণা
প্রতিদিন বিধ্বস্ত নগরীতে সকাল আসে লজ্জাবনত সূর্যের বেশে
প্রতিটি মায়ের দিকে তাকালেই নিজেকে মনে হয় নগ্ন
এমন সময়ে আমি তোমার কথা ভাবি; ভাবি সম্ভাব্য মিলন ও গর্ভের কথা
অথচ প্রতিটি মৃত শিশুকে সযত্নে কবরে নামানোর আগে
ভীত আমি কিছুতেই নিজেকে ভাবতে পারি না পিতা
মাঝে মাঝে আকাশের দিকে তাকাই
নিঘুর্ম প্রকৃতি ও অসংখ্য চোখ
এ যেন সুদীর্ঘকাল জেগে জেগে কেবল প্রকৃত রাতের অপেক্ষা
প্রিয়তমা, তোমার জন্য নেই সমবেদনা
আমি বরং কবরগামী শিশুদের নাম মুখস্ত করতে ব্যস্ত
আর প্রতিটি সমাপ্ত কবরের উপর একেকটি ফলকের দিকে তাকিয়ে দেখি
কেমন মুখস্থ হয়ে গেছে পৃথিবীর সমস্ত দুর্ভাগ্য শিশুদের নাম
যারা এসেছিল শুধু নিজেদের কবরের জায়গাটুকু নিজের করে নিতে
প্রিয়তমা, তোমাকে সত্যিই আর ভালবাসি না
লাশের গন্ধে ভরে উঠেছে প্রাণ
যেদিকেই তাকাই না কেন কদাকার পৃথিবী, রক্তের দাগ
মায়ের কান্নায় ভারী উঠা বাতাস
আমাকে ভাবতে বাধ্য করেছে ঈশ্বর, গর্ভ ও জন্মহীন গ্রহের সম্ভাবনা
যেখানে শয়তান কবর খুঁড়তে খুঁড়তে হয়ে উঠবে ক্লান্ত
আর আমরা একেকটি শিশুর লাশ যথাযথভাবে প্রস্তুত হবার পর
কবরের পাশে দাড়িয়ে বিনীত ভঙ্গিতে জানিয়ে দেব
'তুমি আমাদের কাছে এভাবে আর এসো না
যতদিন না আমরা ভুলে যাব শক্তিশালী শয়তান ও দুর্বল ঈশ্বরের
অন্ধকারে ঢাকা বিভৎস মুখ'!
১৩.০৭.১৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪০