বারবার অন্ধ আমি পথ হারিয়েছি বলে
কে যেন বেঁধেছে নূপুর পাতার শরীরে
তুমি নেই শব্দ আছে ছড়িয়ে-ছিটিয়ে
সমস্ত ভয় তাই সুখের অসুখে
চমকে উঠে কেবল তুমি ফিরেছ বলে
সরাসরি পারি না তাকাতে নিজেরই দিকে
নিভে যায় সব আলো হৃদয়ের ঘরে
ভীত আমি হাত রাখি অলীক ফোকরে
অন্য কোনো চোখ আমায় দেখছে বলে
কেঁপে উঠি বারবার এ কেমন ভুলে
তোমার তীব্র ঘ্রাণ ছুটে ছুটে আসে
রোজ রাতে এ কেমন মৃত্যু সমুখে
তোমাকে ভাবতে থাকি জীবন-বিধাতা
তোমাকেই চাই শুধু এমন প্রহরে
শতবার ক্রোধ নিয়ে বিছানায় ফিরে
তোমাকে ভুলব বলে কঠিন শপথে
রাতজাগা মানুষের স্বল্পায়ু নিয়ে
এইখানে জেগে থাকি
স্বপ্ন ও মনে