স্ফীত স্ফটিক স্ফুলিংগ
বরুণার আহবানে
প্রক্ষেপিত প্রক্ষেপণে বিহংগ
বিহ্বল, প্রজ্বলিত বয়ে আনে।
এভাবেই স্বভাবেই মন চলন্তিকা
নিরন্তর মিল্কিওয়ের মতো অবিরাম
যাপিতের বর্ষনে কর্ষণে অহমিকা
এককের থেকে দশমাংশের কি দাম!
কখনো জলধির মতো অথবা
আভারিত সূর্যমুখী হয়ে জ্বলা
এ নিরঙ্কুশ নিষ্ফলতার রোদনের,কি বাহবা!
এ যেন পথহাঁটা স্বপথিকের কথা বলা।
তাই নিত্য মম চিত্ত অসীমত্বে হীন
কতসহস্র টন হীরাতেও আজ
একখন্ড কোহিনূর সার্বজনীন
এ মম কণ্ঠহারের কণ্ঠহীনের আওয়াজ।।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৯