প্রশাসন বলেছে, সোম, মঙ্গল, বুধবার তিনদিন সাধারণ ছুটি। তারা কি আন্দাজ করতে পারছে না তাদের চিরকালের জন্য ছুটির ঘণ্টা বাজতে যাচ্ছে। সময় এসে গেছে তাদের ব্যস্ততা থেকে ছুটি দেয়ার।
বিচারপতি বলেছে, অনির্দিষ্ট কালের জন্য আদালত বন্ধ থাকবে। কি মজার কথা! বিচারের রায় তো উপরের আদালতে হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীকাল ফলাফল সবাই দেখতে পাবেন।
স্বৈরাচার নাকী গণভবনের চারদিকে কঠিন পাহারা নিযুক্ত করে রেখেছে। সে কি জানে না মানুষের যখন পতন আসে, পদে পদে সে ভুল করে। পদত্যাগ না করে সে তার জীবদ্দশার শেষ ভুলটিই কি তাহলে করে ফেললো?
হে আল্লাহ তুমি আমার প্রতিটা ন্যায়ের পথের সৈনিক ভাইবোনকে তোমার পক্ষ থেকে বিশেষ রহমত ও বিশেষ সৈন্য দ্বারা সাহায্য করো এবং আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ নেতা নিযুক্ত করে দাও। আমরা তোমারই দাস, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করছি, তুমি মহান, তুমি কবুল করো।
আগামীকাল ইনশাআল্লাহ পুরো বিশ্ব এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।