বুলেটের বারিধারা আজ আমার সবুজ শ্যামল মার্তৃভূমিকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে,
বাতাসে আজ তাজা লাশের গন্ধ,
কলম থেকে আজ কালি নয় রক্ত বের হচ্ছে,
সেই রক্ত চিৎকার করে জানতে চায়, "আমার কি অপরাধ?"
ইতিহাস বারবার বলে দেয়,
জুলুম করে কেউ কখনো টিকে থাকতে পারেনি আর পারবেও না,
সন্তানহারা মায়ের আর্তচিৎকার স্রষ্টার দরবার অবধি পৌঁছে গেছে,
রাক্ষসী স্ফিংক্সের দৌরাত্ম বলে দেয় নিরস্ত্র ইডিপাস আসছে তার পতন ঘটাতে,
প্রতাপশালী ফেরাউন তার দোসরদের নিয়ে নিমজ্জিত হয়েছিল,
স্বজনহারা প্রতিটা মানুষের অশ্রু জমে সেই বিধ্বংসী সমুদ্রের আকার ধারণ করেছে,
দাম্ভিক আদ জাতি তার সমস্ত গর্ব গরিমা নিয়ে বাতাসে খড়কুটোর ন্যায় সমূলে নিপাত হয়ে গেছে,
চেয়ে দেখো পূর্বপুরুষদের ইতিহাস, মাটির দেহ মাটির সাথে মিলে ধূলিসাৎ,
আমি থাকবো না আর তুমিও চিরস্থায়ী নও এ জমিনের বুকে,
নমরুদ, হিটলার হারিয়ে গেছে মহাকালের অন্ধকার গহ্বরে,
কিন্তু আবু সাঈদ বারবার ফিরে আসবে,
নির্ভীক চিত্তে বন্দুকের নলের সামনে দু হাত প্রসারিত করে দিবে,
শ্রদ্ধা আর গর্বের সঙ্গে স্মরণ হবে চিরকাল,
ছিনিয়ে আনবে সাম্য আর স্বাধীনতার লাল সূর্য বারবার,
কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ, ক্রোধ জমে আজ অগ্নি স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে,
বিশ্বাস রাখো এ মাটির বুকেই বিচার হবে নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার নৃশংস অপরাধ,
আঁতকে উঠবে নরপিশাচ ও তার সহচরীদের প্রাণ,
লিখে রাখবে ইতিহাস, ঘৃণাভরে স্মরণ করবে এ দেশ থাকবে যতকাল।