দেখেছি তোর গোধূলির মায়া সিক্ত চোখে,
বিষম হাওয়ার রাতের অলিক মাদকতা।
বৃষ্টির গান শুনবো বলে চলেছি তোর সাথে,
বনজুঁইয়ের পাড় ধরে সাবদীর মেঠো পথে,
জলজ ঘাস মাড়িয়ে ফড়িঙের পিছু নিয়ে,
চলেছি লজ্জাবতী ছুঁয়ে দেখবো বলে।
দেখেছি ঝিঁঝিঁ ডাকা জোছনার দীপালি সাঁজে,
নদীর আঁচলে বিম্বিত নগরীর চন্দ্রগাঁথা।
পুরুষ যাতনা বুঝবো বলে চলেছি তোর সাথে,
মেঘবনের মানচিত্র ধরে শূণ্যতায় পথ খুঁজে,
তোর আঙুলের কার্নিশ ছুঁয়ে মহুয়ার ঘ্রাণে,
চলেছি ভালোবাসি কথাটি বলবো বলে।
দেখেছি তোর কৃষ্ণচূড়া রঙে আঁকা ঠোঁটে,
লাজুক হাসির আড়ালে নৈসর্গিক সরলতা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫