কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর !
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
কবির ভাষায় স্বর্গ-নরক সন্ধান প্রাপ্তি সফলতার মুখ কতটা দেখতে পেরেছে জানিনা। তবে থাইল্যান্ডের Wang Saen Suk Hell Garden সুনিশ্চিত ভাবেই নরকের সাথে মানুষকে পরিচিত করিয়ে তুলছে। ব্যাংকক শহরের অদূরে Bang Saen Beach এর নিকটেই গড়ে তোলা হয়েছে এই নরক মন্দির। থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দিরে এই প্রতীকী নরক তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে, ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে।
প্রায় প্রতিটি ধর্মেই মানুষের কৃতকর্মের ফলস্বরূপ ভাল কাজের জন্য উপহার স্বরূপ স্বর্গীয় সুখ প্রাপ্তি ও মন্দ কাজের জন্য নরকের শাস্তি ভোগের কথা বলা আছে। কিন্তু সেসব সম্পর্কে আমরা অল্প বিস্তর জানতে পারলেও পুরোটাই আমাদের জ্ঞান বহির্ভূত বিষয়। কিন্তু থাইল্যান্ডের এই বৌদ্ধমন্দিরে প্রার্থণা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে নরকের চিত্র উপস্থাপন করা হয়েছে। মন্দিরটি নরক মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিত। প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রাঙানো হয়েছে। মন্দিরের ভেতরে নরকের ভাস্কর্য ও ভয়ানক শব্দ মিলে এক পরাবাস্তব অনুভব জাগিয়ে তোলে।
There are 8 major hells ("MAHA NAROK" - มหานรก) and 128 minor hells. The god Yama (พระยม) is supervising the hells. ยักษ์ or "YAK" are sometimes fearful monsters or half-gods.
বৌদ্ধ ধর্ম মতে নরকে শাস্তি যোগ্য পাপগুলো হলো
-> জীব হত্যা
-> চুরি
-> প্রাকৃতিক নিয়ম বহির্ভূত যৌনকর্ম
-> মিথ্যা
-> ফেতনা-ফ্যাসাদ
-> অপ্রীতিকর বাক্যবিনিময়
-> প্রতিশোধ পরায়ণ
-> শয়তানের বশ্যতা
কতিপয় ভাস্কর্যগুলোর বিবরণ স্বরূপ বলা যেতে পারে; বিবাহের পরেও যারা পরকীয়ায় রত থাকে তাদের জন্য রয়েছে কাঁটা যুক্ত গাছের ভাস্কর্য। যা বেয়ে পাপী মানুষকে উঠতে দেখা যাবে। কিন্তু পাখির তাড়নে নিচে পতিত হতে হবে আর নিচে অপেক্ষা করে আছে কাঁটাযুক্ত মুগুড় হাতে দানব। মদ্যপ মানুষের জন্য রয়েছে জ্বলন্ত তাওয়ার ভাস্কর্য। যেখানে দেখা যাবে দানবরা পাপীদের তুলে নিয়ে ফেলছে সেই জ্বলন্ত তাওয়ার মধ্যে। মিথ্যাবাদীদের জন্য জিহবা কেটে নেয়ার ভাস্কর্য। জীবহত্যাকারীদের জন্য রয়েছে নরকে নিন্দিত হতে থাকার ভাস্কর্য। চুরি, ডাকাতি, ঘুষের শাস্তি স্বরূপ আছে কুকুরে খাওয়া পাপীদের ভাস্কর্য। চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে। ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে। পরকালে পাপের জন্য মানুষের মাথা কাটা হবে। একটি ভাস্কর্যে গর্ভপাতের শিকার শিশুদের দেখানো হয়েছে। যা খুবই হৃদয় বিদারক। ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন এর মতে গর্ভপাতের শিকার ভ্রুণদের সমাধিস্থত করলে নারীরা পাপ থেকে মুক্তি পেতে পারে। মন্দিরটিতে গৌতম বুদ্ধের মূর্তির সামনে স্থাপিত স্বর্গ ও নরক দেখার সুযোগ মিলবে।
বিবিধ মাধ্যম হতে প্রাপ্ত ভাস্কর্যের ছবি সমূহ
বৌদ্ধ ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন এর মতে, মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতেই এই প্রতীকী নরক তৈরি করা হয়েছে। মানুষ নরককে ভয় পাক ও পাপের জন্য লজ্জিত হোক।
People who always think of food are likely to become ghosts that have a small mouth and cannot swallow anything ("PRET" - เปรต).
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৭