রুশান আমাদের সকলের হৃদয়ের একটি ধ্বনি যা এতটুকু সময় অবসর নিচ্ছেনা । ক্রমাগত জীবনের জন্য তার পথ চলা । আজ সেই ওরই হৃদয় ধীরে ধীরে নিস্তেজ হয়ে হারিয়ে যাবে তা হতে পারেনা । আমরা কোন সাহায্য করছিনা এটা আমাদের সকলের বেঁচে থাকার জন্য যুদ্ধ । যুদ্ধ আমাদের হৃদয়ের জন্য। আর এভাবেই শুরু হোক আমাদের আগামী দিনের নতুন আলক ময় পৃথিবীর সূচনা । এই সূচনা হবে আমাদের সকলের হৃদয়ের ভালোবাসার রুশান এর হাসি মুখে ঘরে ফিরে আসার মধ্যে দিয়ে যে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে একটি স্বপ্ন একটি আশা নিয়ে । তার জন্য আজ জেগেছে আজ যুদ্ধ করছে তার সকল বন্ধুরা । ছোট্ট এই শিশুটি কি করে এত কষ্ট সহ্য করছে ............ ও বিধাতা কি যে চাও কেন এ ব্যথা দিয়ে যাও জানিনা কি অপরাধে দিলে তুমি এমন শাযা যে ..................
আশা আছে আলো আছে আমাদের মাঝে ছোট্ট রুশান ফিরে আসবে ।
সবাই যারা রুশানের জন্য চেষ্টা করছেন তাদের কে ধন্যবাদ ! যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ ! যারা করবেন বলে ঠিক করেছেন তাদেরও ধন্যবাদ ! আর যারা করতে পারছেন না তারা কেবল দোয়া করবেন , তবে কিছু কিছু লোক কে ধন্যবাদ না দিলেই না ! তাদের প্রথমেই আসে শিপু ভাইয়ের নাম ! আমি আগেও খুব দেখেছি শিপু ভাই সব সময় সব মহৎ কাজে সবার আগে এগিয়ে আসে ! আরো যারা আছেন
১. আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১)
২. ব্লগার কান্ডারি অথর্ব (০১৯৩০০৭৪৯০১)
৩. ব্লগার srjony (০১৬৭৩২৫৮০৫৯)
৪. ব্লগার কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭)
৫. ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫)
৬. ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০)
৭. ব্লগার সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫),
৮. ব্লগার একজন আরমান (০১৯১৮০৫০৫৮০)
৯. ব্লগার ঘুড্ডির পাইলট(০১৮৪৩৮৮৮৮৮১)
এরা বিভিন্ন দায়িত্ব নিয়ে রুশানের জন্য চেষ্টা করে যাচ্ছে কোন রকম স্বার্থ ছাড়াই !!
আসুন আমরা সবাই দোয়া করি যেন আমাদের এই চেষ্টা কিছুতেই বিফলে না যায় ! ছোট্ট রুশান আমাদের যেন কিছুতেই ছেড়ে না যায় !
আমিন !!!
যারা সাহায্যের হাত বাড়াতে চান-
ইসমত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২
সোনালী ব্যাংক
আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক,
( পুরাতন বি এম কলেজ রোড) শাখা,
বরিশাল।
রুশানের নানীর মোবাইল : ০১৭২৮-১৫১৮০৫
বিকাশ নাম্বারঃ ০১৯৬৭-৯৮৪৩৮৮
বিকাশে টাকা পাঠিয়ে পোষ্টে মন্তব্য অথবা ফোন দিয়ে জানিয়ে দিবেন।
এটাতে টাকা পাঠানো শুরু করেন
নাজিয়া হাসান রুপু
একাউন্ট নং ১২৭ ১০১ ২৬০ ৩১৭
ডাচ বাংলা ব্যাংক লিঃ
Nazia Hasan Rupu
A/C No. 127 101 260 317
Dutch Bangla Bank Ltd.
এছাড়া যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান তারা কিন্তু খুব সহজেই টাকা পাঠাতে পারেন নীচের কোন একটি মাধ্যম অথবা এমন ধরনের আরও যেসব মাধ্যম আছে




প্রিয় মুভি লাভারস ভাইয়েরা যারা মুভির নেশায় নিয়মিত নেট থেকে মুভি ডাউনলোড করেন অনেক সময় আর টাকার অপচয় করে এবং যারা ডি ভি ডি কিনে মন ভরতে পারেন না নিজের পছন্দ অনুযায়ী মুভি না পেয়ে তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করুন। আমার ব্যাক্তিগত ৩০০০ মুভির কালেকশন থেকে যার যার পছন্দ অনুযায়ী আমি সিডি তে মুভি রাইট করে দিব । প্রতিটি মুভির প্রিন্ট কোয়ালিটি পাবেন মাস্টার প্রিন্ট কোয়ালিটির । বাজারে একটা ডি ভি ডি কিনতে গেলে মুল্য পরে ৬০-৯০ টাকা করে যার অধিকাংশেরই প্রিন্ট কোয়ালিটি ভালো হয়না আর আমি মুভি রাইট করে দিয়ে মুল্য নিব মাত্র ১০০ টাকা । আর এই রাইট করা থেকে যে আয় হবে তার পুরোটাই যাবে রুশান সোনার চিকিৎসার জন্য গঠিত ব্যায়ের ফান্ডে । এই কাজ চলবে শুধু রুশানের চিকিৎসা চলাকালীন সময় পর্যন্ত । আপনারা আমার সাথে যোগাযোগ করে শুধু আপনার পছন্দ অনুযায়ী মুভির নাম বলবেন তাহলেই হবে। আশা করি দিতে পারব । সর্বপুরি যুদ্ধ চলতে থাকবে ।
এই পোস্টটি নিয়মিত আপডেট করা হবে যারা টাকা পাঠিয়ে সাহায্য করছেন তার সর্বশেষ হিসাবের বিবরণী জানিয়ে এবং টাকা পাঠানোর বিষয় সংক্রান্ত সর্বশেষ আপডেট পন্থা জানিয়ে । আর যারা যেই মাধ্যমে টাকা পাঠাবেন এবং পাঠিয়েছেন তারা এই পোস্টে এসে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন । আপনাদের এই জীবনের জন্য যুদ্ধে আপনাদের সাথে আমি আছি সবসময় । এই ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ০১৯৩০০৭৪৯০১ এই নাম্বারে । অথবা আমাকে E-MAIL করতে পারেন arjansoul@hotmail.com এই ঠিকানায় ।