আজকে আমার ছাকা খাওয়ার চার বছর পুর্তি হল


আমার কাছে এইত সেদিন মনে হয়।
ঘটনার সুত্রপাতঃ
তখন ২০০৯ সাল, এইচ এস সি পরিক্ষার্থী ছিলাম। জসীমউদ্দিন রোডের এক বাসায় নিয়মিত মডেল টেস্ট দিতে যেতাম। সেইদিন ও যাচ্ছিলাম আমি ও আমার রুমমেট সজীব। হটাত লক্ষ করলাম, আমাদের সামনে স্কুল ভ্যান যাচ্ছে। বেশ কিছু ছেলেমেয়ে গল্প করছে। একটা পিচ্চি মেয়ে আমাকে জিজ্ঞাসা করল, ভাইয়া আপনারা কি ভার্সিটিতে পড়েন ? আমি হেসে উত্তর করলাম না আপু আমরা কলেজে পড়ি। কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞাসা করতেই সে উত্তর করে, ভাইয়া আমি ক্লাস ফাইভে পড়ি। তবে হ্যা, ভাইয়া ডাকটা কেমন জানি...






এরপর আরো বেশ কিছু কথা হল। একসময় পিচ্চি বলে “ভাইয়া আমি আপনাকে ভালবাসি”






তার লাজুক হবার কথা, কিন্তু আমি বেশ লাজুক হয়ে গেলাম... হাজার হোক জীবনের প্রথম শোনাতো...






আমিও হেসে উত্তর করলাম “আপু তুমিতো অনেক ছোট , ঠিক আছে সমস্যা নাই তুমি আরো বড় হও”





এর পর মেয়ে আমাকে ছোটখাট একটা বাঁশ দিয়ে বলল, “ছিঃ ছিঃ ভাইয়া, আপনি যা মনে করছেন তা নয়, আমি আপনাকে ছোট বোন হিসেবে ভালবাসি”







আহারে পুরাই ছ্যাকা খেয়ে গেলাম... শুধুমাত্র বোন ও গার্লফ্রেন্ড না থাকার কারনে বোনের ভালবাসা আর গার্লফ্রেন্ডের ভালবাসার পার্থক্য করতে পারলাম না...






যাই হোক এবার প্রেম করব বলে নিয়ত করেছি। সবাই দোয়া করবেন যেন অকালেই ছ্যাকা না খাই।






