আপনার ডিভাইস/ফোনটি কি বাংলা সাপোর্টেড নয়? খুব পুরনো বা একেবারেই সাদামাটা? এ রকম হাজারও সমস্যা যেগুলো আপনার ডিভাইস/ফোনের জন্য ইন্টারনেটে বাংলায় ব্রাউজে সমস্যা হতে পারে সেগুলো আসলে কোন সমস্যাই না। আপনার যেকোনো মোবাইল ফোন বা ডিভাইস থেকে খুব সহজেই বিস্তৃত ওয়েবের বাংলা রাজ্যে হারিয়ে যেতে পারেন। এটি খুব সহজেই।
এজন্য আপনাকে আপনার ডিভাইসে অপেরা মিনি (Opera Mini) ডাউন লোড করতে হবে। অপেরা মিনি হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য অধিক জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার।
প্রথমে আপনার ইন্টারনেট সংযুক্ত ডিভাইসটির ডিফল্ট ব্রাউজার থেকে m.opera.com ভিজিট করুন। এই সাইটটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসটি সনাক্ত করবে। এবং এই ডিভাইসটির উপযোগী অপেরা মিনি’র বিভিন্ন সংস্করণ (Version) আপনাকে অফার করবে। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার (Open Source Software) যার জন্য কোন আপনাকে কোন মূল্য দিতে হবে না। এটি বিনামূল্যে পাওয়া যাবে। প্রথমে ডিফল্ট হিসেবে আপনাকে লেটেস্ট সংস্করণ অফার করা হবে। আপনি ইচ্ছে করলে আপনার ডিভাইসের জন্য “Other download options” থেকে পুরনো একটি লাইট ভার্সন বা সংস্করণও ডাউন লোড করে নিতে পারেন। প্রথমে ডিফল্ট ভাষা হিসেবে আপনাকে অপেরা মিনি’র আন্তর্জাতিক ইংরেজি “English (International)” ভাষার সংস্করণটি অফার করা হবে। আপনি ইচ্ছে করলে “Download in another language” অপশন থেকে পছন্দ মত বিভিন্ন ভাষার সংস্করণ বেছে নিতে পারেন। সেখানে বাংলা ভাষার জন্যও অপেরা মিনি বাংলা সংস্করণ রয়েছে। তবে আপনাকে মনে রাখতে হবে এ সমস্যা সমাধানের জন্য বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষার সংস্করণ ডাউন লোড করলে হবে না। কেবলমাত্র ইংরেজি ভাষার কোন একটি সংস্করণই আপনাকে ডাউন লোড করতে হবে। এজন্য ডিফল্ট ভাষা “English (International)”ই উত্তম।
আপনি আপনার ডিভাইসে অপেরা মিনি ডাউন লোড করেছেন। এবার এপ্লিকেশন থেকে অপেরা মিনি চালু করুন। প্রথম অবস্থায় কিছুটা সময় নিতে পারে, এটি আপনার ডিভাইসের উপর নির্ভর করবে। আপনি অপেরা মিনি চালু করেছেন। এবার একেবারে উপরে লক্ষ্য করুন। সেখানে এড্রেস বার রয়েছে। এড্রেস বারের “Enter address” চিহ্নিত স্থানে লিখুন opera:config লিখা হলে একেবারে নীচে দেখুন ‘Go’ অপশন রয়েছে। ‘Go’ অপশনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন অপেরা মিনি’টি আপনার পছন্দ মত সাজানোর জন্য বেশ কিছু অপশন এসেছে। প্রথমেই রয়েছে “Large placeholders for image” অপশনটি এরপর “Fit text to screen” এবং সবার শেষে রয়েছে “Use bitmap fonts for complex scripts” অপশনটি। খেয়াল করুন “Use bitmap fonts for complex scripts” অপশনটি ‘No’ তে সংরক্ষণ বা Save করা রয়েছে। আপনি সেটি ‘Yes’ এ পরিবর্তন করে নীচে Save বা সংরক্ষণ করুন। মনে রাখবেন এ সমস্যা সমাধানের জন্য আপনি শুধু “Use bitmap fonts for complex scripts” অপশনটিই ‘No’ থেকে ‘Yes’ এ রূপান্তরিত করছেন অন্য কোন অপশন পরিবর্তন করছেন না।
ব্যাস, হয়ে গেল। এবার ইচ্ছে মত আপনার মোবাইল ডিভাইস থেকে বাংলায় ব্রাউজ করুন।