অন্ধকার, চারিদিক ঘুটঘুটে অন্ধকার !
কিছু সময় হারিয়ে যায় ।
ফেলে যায় কিছু স্মৃতি, সবার অলক্ষেই,
অন্ধকারে!
চারদেয়ালের বদ্ধ প্রহরগুলো যেন ফুরোয় না,
দুঃস্বপ্ন যেন অনন্তকাল ধরে চলে!
কান্নারা যেন বান বইয়ে দেয়,
কষ্টরা শুধু আর্তনাদ করে,
থামতে চায় না, থামাতে দেয় না!
শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার।
কেউ আলো হাতে জোছনা ছড়ালে-
মনের আকাশে কালো মেঘ ভেসে আসে,
গ্রাস করে আলোকসত্তা কে, কেড়ে নেয় জোছনা !
এ যেন নিরন্তর, যেন অনন্তকালের বিদ্বেষ!
তাই স্বপ্ন খুঁজলেও তা হারিয়ে যায়,
ডুবে যায় অন্ধকারে বারবার!!