কেউ বলে যাদুঘর,কেউ বলে উপাসনালয়,আবার কারও বা দৃঢ় বিশ্বাস এই বাড়িতে নাকি ভুতের বসবাস।
রাজধানির রামপুরার বনশ্রীতে নীরবে নিভৃতে এমনি এক বিচিত্র বাড়ি নির্মান করে চলেছেন হোসেন শহীদ সোলায়মান।ছোট বেলা থেকেই বিভিন্ন চিত্রকর্ম আর নান্দনিক স্হাপনার প্রতি ছিল তার ভীষন আগ্রহ।পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বিখ্যাত স্হাপনা গুলিও ঘুরে দেখার সু-ভাগ্য হয়েছিল তার।বর্তমানে অবসরপ্রাপ্ত এই স্হাপত্য শিল্পী নিজ প্রতিষ্ঠান "মডার্ন বিল্ডিং কনসালট্যান্ট ফার্ম" থেকে ও শিখেছেন অনেক কিছু।
সোলায়মানের ভাষায়,বাড়ির প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র নকশা নিয়ে ও আছে একেকটি ইতিহাস।তিনি বলেন আমার বাড়িটা হল একটি উপন্যাসের পাতা।
মজার ব্যাপার হলো,প্রথাগতভাবে বাড়ি নির্মানের আগে কোন নকশা তৈরি করেননি তিনি।বহু কষ্ঠে তিলে তিলে জমানো টাকায় ১৪ বৎসর আগে বাড়ির নির্মান কাজ শুরু করেছিলেন শহীদ সোলায়মান।লোকজনের কটাক্ষ,উপহাস উপেক্ষা করে,আপন মনের মাধুরী মিশায়ে তিনি নির্মান করে চলেছেন তার স্বপ্নের প্রাসাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৯