শুধু সময়ের ব্যবধানে
..........................
তুমি কি কখনো ভেবেছো অন্ধকারে আমার সাথে এক হবে,
কখনো ভাবোনি একবারও!
কিন্তু দেখো,
নিয়তি তোমায় আমায় এক করে দিলে ঘন কালো অন্ধকারে
শুধু কিছু সময় পরে।
আজ অন্ধকারে তুমি কতো স্বাচ্ছন্দ্য অনুভব করছো আমাকে আপন ভেবে
একান্তে করছো সময় পার।
অথচ যে সময়ে তোমার আমার প্রয়োজন ছিল কিছু সময়
একটু আড়ালে থাকার
তুমি তখন পারোনি কাছে ঘেষতে একবার
সামাজিকতার নোংরা ভয়ে।
আজ সময়ের পরিবর্তনে তুমিও বদলালে সেই
অনেক দিন পরে,
আমিও কি পেরেছি তখন তোমাকে কাছে টানতে একটু আপন করে!
তোমাকে বুঝিয়ে বলার ছলনায় বলতে।
কিন্তু দেখো,
অন্ধকার আজ শুধু দুই জনের কাছে তামাশা নয়
নিছক নির্লজ্জ বাসর ঘরে পূর্বরাগে
কিছু আপন সময়ে।
তারপরও কি কেউ বলতে পারছে কিছু এখন আজ
এ সময়ে,
কারণ দুইজনে এখন নেই এক আপন বলয়ে
আপন সত্তায়
শুধু সময়ের কিছু সময় ক্ষেপণ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:১১