আমি একদিন গল্প হবো
.......
আমি আজ যে গল্প লিখবো তার জন্য অপেক্ষা করেছিলাম অযুত নিযুত সময়
এক সময় তুমি বলেছিলে আমাকে,খুব শান্ত স্বরে অতি আবেগে,
আমি একদিন গল্প হবো তোমার
লিখবে তুমি কবিতার আদলে,
তুমিও বলেছিলে চুপিচুপি,খুজবে আমায় অতি আদরে অতি যত্ন করে।
ঠিক তাই হলো! কিছু অযুত সময় পর!
আমিও বলেছিলাম!যদি তাই হয়,
কোন ফাগুনের আগুনে আসবো তেড়ে তোমার প্রাণে,একটুখানি ঠান্ডা পরশ হয়ে।
কিন্তু সময়তো ঠিক হলো নিযুত সময় পর!
আমি লিখবো গল্প তোমার বলা সেই কাহিনী নিয়ে
যেখানে ছিল দু'জনের অগনিত প্রাণ নিংড়ানো ছোট ছোট দীর্ঘশ্বাস
যেখানে ছিলো দুই আত্মার সঙ্গম কালের যতো খুনসুটি
যতো অন্যায় আবদার আর কানেমুখে বলা ফিসফাস শব্দ
সুন্দর সুশ্রী চিৎকার।
তুমি বলেছিলে শেষ অবধি গল্প হবে!
হলো আজ কবিতা গল্প দুই, এবার চলো মিলে যাই কবিতা আর গল্পের সঙ্গমে
ভাসিয়ে দিই ভেলা নীল সাগরে ঠিকানাহীন ঠিকানায়।
তুমি গল্প হলে ঠিকই!
তবে এবার হয়ে যাক
দুইজনের সলিল সমাধি,কালের অতল গহ্বরে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১৪