......
স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে যত কাছে আসবে ততোই সম্পর্ক অবনতির দিকে দাবিত হবে,আবার সবার ক্ষেত্রে নয়।দেখুন প্রথম অবস্থায় প্রেমিক-প্রেমিকার নির্দিষ্ট দুরুত্ব রেখে শালীনতার সহিত আচরণ করে কিছু সময় পর দুইজন আর ঘনিষ্ঠ হয় হাত ধরে,এক সময় শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ করে এতে করে দুইজনেই অভ্যস্ত হয়ে পড়ে শুরু হয় যত অন্যায় আবদার।কোন কোন ক্ষেত্রে প্রেমিকাও কাছে আসতে চায় অতি আবেগে।পরে তার ফল ভোগ করে।কিছু দিন অতিবাহিত হওয়ার পর দুই জনে একজনের প্রতি অন্যজনের বিশ্বাস হারায়। কারণ উভয় উভয়কে ভাল করে জানে বলে।শুরু হয় দ্বন্ধ, ঠিক একই ভাবে স্বামী-স্ত্রী একদিনে খুব কাছে আসতে চায় সময়ের প্রয়োজনে,চায় একদিনে সমস্ত ভালোবাসা দিয়ে দিতে দুই জন দুই জনকে। নতুন বিবাহের কারণে উভয় থাকে বেপরোয়া আবেগ আর ভালোবাসায় টুইটুম্বুর,মনে করে এর চাইতে ভাল আর কিছু নেই,এই জীবন।
...
কিছু দিন পরে কেউ চলে যান বিদেশে আবার কেউ চলে যান জাগতিক চাহিদার পূরণের জন্য তার কর্মস্থলে তখন আর সময় দিতে পারে না এক জন অন্যকে।এই রকম অনেক আছে নতুন দম্পত্যি দুই জনেই চাকুরী জীবী দুই জন দুই জায়গায় অবস্থান করেন। তখন দুই জনেই আগেকার সময়ের কথা ভেবে অতৃপ্তিতে ভুগেন,ভুগেন আত্ম যন্ত্রনায়। প্রথম অবস্থায় বেশি সময় দেয়ার কারণে এখন উভয় উভয়কে ভুল বুঝেন আর এই ভুল বুঝাবুঝি স্বাভাবিক, আর ভুল্ বুঝাবুঝির কারণে সৃষ্টি হয় দাম্পত্য অশান্তি,সৃষ্টি হয় সুখের সংসারে স্নায়ু যুদ্ধ।যা আস্তে আস্তে বিস্ফোরণে রুপ নেয়।
......
এই জন্য প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলতে চাই, এন্টবায়োটিক নিন তবে তা নিয়ম মত সেবন করুণ তিন দিন পাচ দিন সাত দিন দেখবেন ভাল ফল দেবে একদিনের উচ্চ মাত্রার এন্টিবায়োটিক নিবেন না তাতে করে ভবিয্যতে কিছু সময় পরে বিপদে পড়বেন । স্বামী স্ত্রী দের বলি ড্রাগ নেবেন নেন তবে ঠাণ্ডার দেশের মানুষের মত নিন যাতে করে ড্রাগ সহনীয় পর্যায়ে থাকে অধিক ড্রাগ এক সাথে নিলে যেমন ক্ষতি,অধিক ভালোবাসা একসাথে ক্ষতিকর কারণ আপনি কিছুদিন পর নিজের কর্মের কারণে হউক স্বাস্থ্যগত কারণে হউক বয়সের কারণে হউক কিছুটা দুর্বল হবেন। সময় দিতে পারবেন না।
......
মূলকথা হলো অল্প অল্প করে ভালোবাসেন ভালোবাসা স্থায়ী হবে সংসার স্থায়ী হবে এবং শক্ত মজবুত হবে দুই জনের বন্ধন। প্রেমিক প্রেমিকারাও ভাল থাকবেন, স্বামী-স্ত্রীর সম্পর্কও মধুর হবে।
......
এ লেখা একান্ত আমার দর্শন, মানা না মানা আপনাদের।
ছবি নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ১:০৬