খুব কষ্ট হয়
কষ্ট হয়,খুব কষ্ট হয়
যখন দেখি দেশ ধর্ষণকারী অট্টহাসি হাসে
ধিক্কার দেয় স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধাদের
বলে দেখ ঐ যায় একাত্তরের ধর্ষিতা
বলে যায় ঐ দেখ ধর্ষিতার পিতা
তখন মনের মধ্যে হয় আরেক যুদ্ধ,কেন এনেছিলাম লাল সবুজের এই পতাকা !
কেন করেছিলাম মুক্তির যুদ্ধ?
কষ্ট হয়,খুব কষ্ট হয়
স্বাধীন দেশের পরাজিত শত্রুরা বলে নেই দেশে আইনের শাসন,
হয়নি মুক্তিযুদ্ধ,হয়নি ধর্ষণ,
শুধু ঘটেছে একটু বিশৃংখলা
তখন কাদে মুক্তিযুদ্ধা,ধর্ষিতা হয় আবার ধর্ষণ
বীরঙ্গনারা কাঁদে মুখ লুকিয়ে,স্বাধীনতাকামীরা যায় কবর শ্মশানে!
চায় না রাখতে এই জীবন।
খুব কষ্ট হয় তখন!
যখন স্বাধীনতাকামী,মুক্তি যোদ্ধারা,স্বাধীনতার স্বপক্ষের নির্যাতিত নিজেদেরকে করে নিজেরা দাফন।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২