সেই শীতের সকাল।।এম এস আরেফীন ভুঁইয়া।।
সেই শীতের সকালে তুমি হাঁটছিলে বিজয় স্মরণী হয়ে সংসদ ভবন দিকে
আনমনে কাঁপা কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলেছিলে
পাস দিয়ে আমিও হাঁটছিলাম,তখন বুঝিনি তোমার কথন
সেই অসামান্য কথায় উত্তর পাইনি আজো ষোল বছর পরে
আজ তুমি হাঁটছো দুইজন মিলে,আমিও সেই পথে পাশাপাশি চলছি একা
ঠিক আগের মতো,তবে নেই সেই বিড়বিড় শব্দ
তোমার আগের বলা কথাগুলো এখন অনেকটা স্পষ্ট স্বাভাবিক।
আজ সময়ের কিছু সময় পর, সময়ের প্রয়োজনে
বুঝেছি অনেক পরে কত না কষ্ট করে।
কিন্তু তুমি জানো না! ষোল বছর পরও আমি একা!
তুমি ঠিকই আছো যুগল বন্ধনে
হাঁটছো সমান্তরাল ভাবে সেই পথে।
খুব আপসোস হয়! ষোল বছর আগে যদি তোমার অস্পষ্ট কথাগুলো বুঝতাম
তা হলে হয়তো আমিও তোমার মত জীবনসঙ্গী নিয়ে চলতাম!
সময়ের সাথে তাল মিলিয়ে।
সেই শীতের সকাল আজো স্মৃতিতে রক্তক্ষরণ ঘটায় প্রতিনিয়ত
তোমার কথা মনে করে,অশ্রুপাত হয় হৃদয়ের অভ্যন্তরে ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:২৫