মনে পড়ে?
ঐ যে সেদিন বকুল তলায় এনে দিয়েছিলাম এক মুঠো রোদ্দুর?
ঐ যে বারান্দায় দাঁড়িয়ে তুমি রোদের কাছে জোছনা খুঁজেছিলে?
মনে পড়ে?
সেদিন বিকেল বেলা আমি আলতো স্বরে তোমার মুখে এঁকেছিলাম লাল তিলক।তুমি রাঙ্গা বউ হয়ে আমাকে এনে দিয়েছিলে এক মুঠো সারস পাখি। আমি সেই পাখিদের সাথে পাল তুলে উড়েছিলাম আকাশে। তুমি আমাকে
দেখে নিজেও চেয়েছিলে আমার সাথে ভেসে বেড়াবে অনন্তে।
তারপর শুধু আমরা উড়েছিলাম সাত সমুদ্দুর
আমাদের ছিলনা কোন পিছুটান
বোষ্টমা বোষ্টমি হয়ে আমরা জেনেছিলাম জীবনের মানে
নাচের ভঙ্গিতে বেড়ে উঠেছিল আমাদের পাখালিত প্রেম
মনে পড়ে?
ঐ যে সেদিন আমি পিদিম জ্বালিয়ে তোমাকে সাজিয়েছিলাম কিন্নরীর মত
তুমি আমার হাতে হাত রেখে হারিয়ে যেতে চেয়েছিলে অসীম কালোতে
আমি তোমার বুকে মাথা রেখে শুনেছিলাম ভালবাসার দুপদুপানি
সেই থেকে আমরা দুইজন একসাথে মরে যাওয়ার সংকল্প করেছিলাম-
মনে পড়ে?
চাঁদোয়া রাতে তুমি নেচে ছিলে উবরশী হয়ে
আমি বিরুপাক্ষ সাজে সেজেছিলাম দেবী তোমার জন্য
তোমার রুপে আমার বুকের ভেতরে উঠেছিল দিগম্বরী ঝড়
হেসে হেসে সেই ঝড়কে ও তুমি ভালবাসা করে দিয়েছিলে ।
সেই থেকে আমি নেচে চলেছি বিচ্ছিন্ন পত্রিকার মত তোমার সাথে
তুমি আমার রাশবন্দী হয়ে মাথা গুঁজেছিলে আমার বাহুতে।
আমি ছিন্নভিন্ন রশি জড়ো করে ডুবিয়ে দিয়েছিলাম অন্ধকারের গানে
তুমি হারিয়ে যাবার সম্ভাবনা কে দূরে ঠেলে কাছে এসেছিলে আপন হয়ে
মনে পড়ে?
মন্তব্য করলেই পাবেন একটা ফ্রি কবিতা
সো মন্তব্য করতে ভুলবেন না

ভাল থাকবেন সবাই।।