সিনেমা খোর দের আড্ডায় যাবার ইচ্ছে ছিল অনেক দিনের। গতকাল শাহবাগে হয়ে গেল সেই আড্ডা। আমি তো টানা তিন দিন ধরে আগ্রহ সহকারে এই আড্ডায় যাবার জন্য বসে আছি। তো সেই আড্ডায় যেতে যেতে এবং সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হল সেটা এখন ছবিতে দেখাব আপনাদের। আসুন দেখে আসি কি হয়েছিল সেই আড্ডায়---
সকাল থেকে ঠান্ডা - গতকাল ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল- তবু ও ঘর থেকে বের হলাম ১.৩০ এ। উদ্দেশ্য একা একা ছবি তুলব। তাই রিক্সা নিলাম।
রাস্তায় জনপ্রানী নাই- কি ঠান্ডা - উফফফফ
গিয়ে দেখি ব্লগার শাহেদ চুপি চুপি পড়ছে- সন্ধ্যায় পরীক্ষা আমি গিয়া ধরলাম
আস্তে আস্তে সবাই আসা শুরু করল। জিসান ভাই সবার আগে
এইসময় আমাদের সাক্কু ক্যামেরা খেল দেখানো শুরুকরল
দেখেন সাক্কু ক্যামেরা পাইয়া কি করতেসে
ইনাদের ছবি তোলাতে সমস্যা রাষ্ট্র প্রধানের ছাগু ইশটাইল
এরমাঝে এক ভিখিরির ছবি তুলে ফেললাম
গুরুজীর লগে রাষ্ট্র ভাই এর ক্যামেরা নিয়া আলুচনা
সবাই আসার পর আমরা ছবির হাটের দিকে রওনা দিলাম
আস্তে আস্তে সবাই এসে বসা শুরু করল
এরমাঝেই চলছে সুমন্টোগ্রাফি
আমাদের চে আবার লাইভ ব্লগিং শুরু করল- আমরা সবাই অনুভুতি লিখলাম
পনি আপা আর অপরিনিতা আপা
সুমন আর ফারজুল ভাই আবার দাড়ায়ে থাকা পছন্দ করেছিল
আমাদের ইশতিয়াক আহমেদ ভাই আবার এভাবে পোজ দিলেন
পরিচয় পর্ব শুরু হল- জিসান ভাই পরিচয় করিয়ে দিলেন তীরথক ভাই এর সাথে-
এবার খালিদ ভাই এর হাসি
আড্ডায় অন্যমনষ্ক তিন জন
এইদুইজন আমাকে ছবি তুলতে দেবেই না ( নিজেরা ক্যামেরা ধরে আছে)
আমাদের আড্ডার কিছু অংশ
এর মাঝে উপস্থিত আমাদের প্রিয় ফারুকি ভাই
বাংলা বিহার উড়িষ্যার এক মাত্র তীরথক ভাই
এবং আমাদের আড্ডা
ফ্রাংকেন্সটাইন এর পোজ - আজকে হের জন্মদিন
ক্যামেরা নিয়া মহাউল্লাসিত রাষ্ট্র
পনি আপার জিয়া পোজ
সন্ধ্যা হওয়া শুরু করল
আমাদের শিপু ভাই শয়তান ভাইরে ডর দেখান শুরু করল
আমি চিন্তা করলাম একটা আগুন জালাইলে মন্দ হয়না
কিন্তু আগুন জালানো এত কষ্ট কে জানে?
আগুন খালি নেভে
নিভু নিভু আগুনে হাত পোয়াচ্ছে বোল্গার রা
অবশেষে আগুন নিভেই গেল
এবং রাত বিরাতে কিছু ছবি
নিশাত এর সাথে আশকারীর আশকারা
পনি আপার হোপ ৫
ছোট মীর্জার মিরজামি
কিঊট শিপু ভাই
সুমনের সুন্দর হাসি
দিকভ্রান্ত নিশাত -আমাদের আরজে
আহা সবাই ছবি তোলাতে ব্যাস্ত
আমাদের বারথডে বয়
অবশেষে আমাদের জিসান ভাই- আগামীকাল উনার জন্মদিন
শুভ জন্মদিন জিসান ভাই
কিন্তু মনে একটা দুঃখ কেউ আমার একটা ভাল ছবি তুলে দিল না
এই আফসোস নিয়া আজকে বিদায় নিচ্ছি
ভাল থাকবেন সবাই- শুভ ব্লগিং