[ছবিঃ গুগল]
তোমাকে লেখা হয় নি আমার ভুল বানানের চিঠি,
তোমায় নিয়ে আকাশকুসুম কল্পনা মিছিমিছি,
আমার ছন্দছাড়া কবিতাগুলো পায় নি তোমার প্রেম,
তবু তোমার তৈলচিত্রে ভরে আছে কবিতার সব ফ্রেম।
ভালোবাসার যবনিকা সহজেই টানো, যেন উইপোকার বাড়ি,
বুকের ভেতর মাড়াই করো, অথবা কারফিউ জারি,
ছেঁড়া চুলে খোপা বাঁধো, আপনারে চেনো নাই,
কোনোদিন ঘুম ভাঙতেই দেখবে, 'তুমি' বলে কিছুর অস্তিত্ব নাই!
প্রচন্ড কোলাহল কিংবা নিশ্চুপ সূর্যাস্ত, মাঝে মাঝে শিউরে উঠি আনমনে,
ঐ আকাশভরা চোখ দুটো আমায় ভুলেও তাকিয়ে থাকে, অন্য কারোর পানে,
মুখের উপর হাসির ছটা, আলোকরাঙ্গা হাসি, সূর্যস্নানের ভোর,
বুকের ভেতর দাবানল, পুড়ে ছাই আস্ত একটা শহর।
চারশত বছরের এই সিমেন্টের জঙ্গল,
গলিতে গলিতে প্রেম হারানোর বিজ্ঞাপন,
রাত্তির নামলে বাড়ে আরশোলার আনাগোনা,
'সাবধানে থেকো, ভালো থেকো' -এইটুকুই নিবেদন!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০০