বুক ব্যথায় ভার,
চোখে অশ্রু আসে না, কিন্তু কাঁদি আমি রোজ;
সে কান্নার নেই কোনো শব্দ,
নেই কোনো বিরাম, না রাখে কেউ খোঁজ।
আমি কাঁদি, গলা সাঁধি,
সঙ্গমস্থলে জীবন দিয়েছে আইফেলসমান দাড়ি;
ভাঙ্গা মন, জ্বালাতন কিংবা অগ্নুৎপাত,
পুড়ছে বুকের ভেতর পাহাড়সমান বাড়ি।
কান্নাগুলো ঝড়ে না শুধু,
জমে জমে বানায় সাগর, নেই তাতে কোনো থামা;
প্রস্তরকঠিন চামড়া ঢেকেছে কান্না,
বদ্ধ করেছে শুধু অশ্রুর গড়িয়ে নামা।
ঘুরে দেখি রোজ তোমাদের সমাজ,
পচে যাওয়া মগজের মত তার ঝড়ে পড়া;
হাটতে থাকি বয়ে নিয়ে সাগর-পাহাড়,
ঝড়তে থাকে রক্ত, আমি লোহায় গড়া।