গত কয়েক দিনের কিছু সেরা উক্তির সংকলন:-
১.এক বিখ্যাত বিড়িখোরের উক্তি
" সিগারেটের নাম রয়েল, বড় ভাই রয়েল মানে রাজকীয়। কিন্তু রাজকীয় নামের বিড়ির দাম এই দেশে সবচেয়ে কম। মাত্র ৫ টাকা। যেখানে রয়েল নামের সম্মান নাই, যেখানে আমি আর আপনে তো ড্রেনের পানি।"
২."ভালোবাসার আর মশার পিপাসা এই দুই জিনিসের মধ্যে বিশাল মিল আছে"
---- বাণীতে, মশার কামড়ে আর প্রেমিকার মানসিক মারে বিপর্যস্ত এক প্রেমিক
৩. চাল - ডাল, তেল, আলু দিলো এক প্যাকেট বিড়ি আর দুগা পান দিলে কি হতো?
---- বাণীতে, ত্রান প্রার্থী।
৪. ভাই করোনায় বাঁচাইছে, না হলে প্রেমিকাকে বিয়ে করাই লাগতো।
-- বাণীতে, এলাকার প্লে বয়।
৫. দেশ যদি মা হয় তবে চাল চোররা মাদার*দ
--- বাণীতে, এলাকার উত্তেজিত বুদ্ধিজীবী
৬. চা দোকানে বসে ফেসবুকে লিখে, Stay home.
--- বাণীতে, কঠিন ফেসবুকার।
৭. অতি রোমান্টিকরা বৃষ্টিতে তাদের দূষিত শরীর ভেজানো বন্ধ করে দিছে, ভয় যদি জ্বর হয়! সবাই করোনা বলে দূরে সরে যাবে। তাই বৃষ্টি এখন বিশুদ্ধ
--- বাণীতে, কবি সাহেব।
৮. পড়ালেখা সব লাটে উঠছে।
--- বাণীতে, অতি চুলকানিযুক্ত অভিভাবক
৯. এক মাস বাকী অবসরের, আর যেতে পারলাম না অফিসে।
--- বাণীতে, এক প্রবীণ সরকারি চাকুরে।
১০. বালের নেট, করি খুব হেট
বাসন্তীর মা খুলে দিছে মেইন গেট।
---- বাণীতে, এলাকার বখাটেরা।
সব বাণী গুলো বাস্তব। কোনটাই কাল্পনিক নয়।