কবে শেষ হবে এ বিষণ্ণ কাল
কাটবে কি খরা? কামের আকাল..?
থমকানো এই জীবনের শেষে
কী জানি কী হয় ভাবি..।
সবকিছু যেন পরিমিত এক
নরকের মহা চাবি।.
কেউ জনতার সাথে লুকোচুরি খেলে
গদিটা টিকিয়ে রাখতে
কেউ জীবনের নামে লুকোচুরি খেলে
কোনমতে বেঁচে থাকতে।
কেউ তালাদিয়ে ঘরে পুড়ে পুড়ে মারে.
লাশের মিছিলে শ্রমিকেরা বাড়ে
মালিকেরা ক্লাবে মত্ত।
তবুও আবার দুমুটো খাবার
দুটো ডালভাত করিতে যোগার
কেউ. গুলামির কিনে স্বত্ব।
এখন জীবনে শুধু সংশয়
বুলেটের ভয়, করোনার ভয়,
শাটার ডাউনে কাজ-হারানোর ভয়..-
সবকিছু যেন পরিমিত এক
নরকের মহা চাবি।.
আবারও সে কথা ভাবি..
কবে শেষ হবে এ বিষণ্ণ কাল
কাটবেকি খরা? কামের আকাল..?
থমকানো এই জীবনের শেষে
কী জানি কী হয় ভাবি..।
কেউ জনতার সাথে লুকোচুরি খেলে
গদিটা টিকিয়ে রাখতে
কেউ জীবনের নামে লুকোচুরি খেলে
কোনমতে বেঁচে থাকতে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৫