নিরুপমা
জানি সে হারিয়ে যাবে;
সাগরে সোনামুখী সুইয়ের মতন
এ গহীন জনতার বনে।
তার পরও, অথবা তবুও
চোখ বুঝে ঠোঁট মেলে দিয়ে
সুখ খোঁজা ছোটপাখিটির কথা,
রয়ে যাবে মনে।
------
ভুলে যেও ছোট পাখি খুলে দিও ডানা;
রাধ কিবা অপরাধ হিসেবের কয়েকটা আনা-
সেতো আর আসবেনা কাজে,
এসকল পরে থাক নোনা ধরা খাতাটার ভাজে,
সব পিছে ফেলে....
শান্তি খুঁজিয়া নিও অন্য কোন ‘বুকে’... বাকিটুকু পড়ুন