আমি এই ব্লগে আজ প্রায় দশ বছর। দশ বছর আমি এখান থেকে অনেক শিখেছি। অনেক লিখেছি, হয়তো নিয়মিত নয় কিন্তু এখানে এই ব্লগে মাঝে মাঝে না আসলে মনেহয় চিন্তাভাবনায় জঙ ধরে যাচ্ছে। জং ছাড়াতে আবার আসতে হয়।
কিন্তু বেশ কিছুদিন যাবত আমি ঢুকতে পারছিলামনা। আজ অনিয়ন নেটের মাধ্যমে ঢুকলাম । এবং ঢুকেই জানলাম যে এটি পর্নোগ্রাফির সাইট। আমি অত্যন্ত আশ্চর্য হলাম আমি এতদিন পর্নোগাফির ভুল অর্থ জান্তাম।
আমি এক সময় টিউশনি করতাম। আমার এক ছাত্রী তার আইসিটি বইয়ে প্রথম পর্নোগ্রাফি শব্দটা পায়। প্রতিদিন নতুন শব্দপেলেই তার লিখে রাখার ব্যতিক ছিল। অন্যান্য শব্দের সাথে সে আমার কাছে এর অর্থও জান্তে চায়। আমি সেদিন তাকে বলিনি এর অর্থ কি।
আমি বলেছিলাম আমি জানিনা এর অর্থ কি, জেনে তোমাকে জানাব। কিন্তু এখন মনে হচ্ছে এখন যদি তাকে পেতাম বলতাম যে “ পর্নোগ্রাফি অর্থ হলো উচিৎ কথা” । উচিত কথা বললে অনেক মানুষের চরিত্র উলঙ্গ হয়ে যায় তাই উচিৎ কথা মানে হলো পর্নোগ্রাফি।
মুদ্দাকথা হলো এখানে রাজনৈতিক দূবিত্তায়ন, পুজিবাদ, রাষ্ট্রীয় সন্ত্রান, গুম খুন ইত্যাদির বিরোদ্ধে লেখা হয়। এখান থেকেই বর হয় প্রতিবাদকারী। এটিই দখলকারদের মূল সমস্যা। এ কারণেই তারা এটিকে পর্নোগ্রাফির তালিকায় ফালাইয়া বন্ধ করতে চায়্ আসলে আমরা স্বাধীন নই। আমাদের কেবল অধীন বদল হয়েছে। ইংলেন্ডের দখল থেকে আমরা পাকিদের দখলে গিয়েছিলাম, পাকিদের থেকে এখণ কয়েকটি পরিবার আর গুষ্টির অধিনে এসেছি।
প্রথম আলো একটা ব্লগ খুলেছিল, সেটিও বন্ধ করতে বাধ্য করা হয়। কারণ এটি দেশ থেক পরিচালিত হতো। সামুকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ডিজিটাল ভাবে। এটি একধরনের ডিজিটাল সন্ত্রাস।
অন্যাযের প্রতিবাদ আর সত্যবলা যদি পর্নোগ্রাফি হয় তাহলে আমিও একজন পর্নোগ্রাফার।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৫