একুশ তুমি অনন্য এক প্রতিক
তারুন্যে আর প্রতিবাদ বিপ্লবে;
একুশ তুমি এখনো রয়েছ প্রাণে;
পাড় হয়েছি বয়েস গুনে কবে!!
একুশ তুমি একদা ঢাকার পথে
এসেছিলে মোর মুক্তির বীজ হয়ে,
একুশ তোমারে চেতনা করেছি মোরা
আজও তব খুন হৃদয়ে যাচ্ছে বয়ে।
ফেব্রুয়ারি এলেই সামনে দেখি
“বইমেল ” আর “একুশ” সুখের জোড়া,
ছড়া- গল্প, কবিতার ডানা মেলে
মায়ের ভাষার আকাশে মোদের উড়া।
একুশ মোদের অম্লজানের সুখ
একুশ মানেই নতুন গল্প কবিতা,
একুশ মানেই পটভূমি মুক্তির
একুশ মানেই নতুন দিনের সবিতা।
একুশ মানেই রক্তফুলের বীজ
একাত্তরের পুষ্পের সমারোহ,
একুশ মানেই মুক্তির চেতনা
একুশ মানেই বিপ্লব বিদ্রোহ।
সব পালটায় এই বাংলায়
সব কিছু হয় ম্রিয়মান
একুশ রয়েছে বাঙ্গালির বুকে
অমলিন অম্লান।
একুশ মানেই পটভূমি মুক্তির
একুশ মানেই নতুন দিনের সবিতা।
একুশ মানেই রক্তফুলের বীজ
একাত্তরের পুষ্পের সমারোহ,
একুশ মানেই মুক্তির চেতনা
একুশ মানেই বিপ্লব বিদ্রোহ।
সব পালটায় এই বাংলায়
সব কিছু হয় ম্রিয়মান
একুশ রয়েছে বাঙ্গালির বুকে
অমলিন অম্লান।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮