শুরু থেকে মানুষের মনের অপরাধ
দূরকরে দিতে গিয়ে যত মতবাদ
যুগে যুগে পৃথিবীতে এসেছিল, সব---
জীর্ন গিয়েছে হয়ে,
আজ সব ধর্মের শব।
এর থেকে ভালোবাসা ভালো;
সব থেকে প্রাচীনের প্রাচীনতম
তবুও আজও দিয়ে যায় নতুনের আলো।
মানবের সমাজের সকল ”অসুখ”
মুছে দিয়ে যেতে পারে মানবিক প্রেম।
সেই সব কথা গুলো আজ ইতিহাস..
মতবাদ বিষ হয়ে আমাদের ঘাড়ে
নিতে আছে বিষাক্ত শ্বাস।
আমরা গিয়েছি ভুলে, ভুলেনি বিধাতা
প্রেম দিয়ে এখনো সে কিট থেকে মানবের ত্রাতা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১