আমার ভোট দিনে দিব তোমার ভোট রাইতে
আমার কাঁধে মিলাও কাঁধ রাষ্ট্র সেবা পাইতে।
তোমার মার্কা আম পাতা, আমার মার্কা কলা
লোভ দেখায়ে বস্তা ভরে ভোট করোম সব দলা।
আমার ভোটটা আমিই দেব, তোমার ভোটও আমি
ভালোসাব জীবনকে সে ভোটের চেযে দামী
দুপুর বেলা খাবার হবে, কাবার হবে ঘন্টা
ঐ সময়ে পাল হবে, যা করেছি পণ-টা।
মার্কা তোমার কলা হলে ভোটে আইসো দলে দলে
অন্য কিছু মার্কা হলে---
বাকিটা আর লিখবনা------
2016 সাল আইজিপির জন্য ২৭টা গেইট হয়েছিল হবিগঞ্জে সেদিনই বুঝেছিলাম দেশে রাজনীতি আর নেই, লীগ একটা লেবেল মাত্র। দেশ অন্য কেউ চালাচ্ছে।
জীবনের প্রথম কোন নির্বাচনী কেন্দ্রে এজেন্ট ছিলাম। জীবনেও ভাবিনি এমন লজ্জা জনক অভিজ্ঞতা হবে। দুপর একটার সময় কোন রকম ইজ্জত নিয়ে বের হয়ে চরে আসলা। এবার যারা এজেন্ট ছিল এবং যারা নির্বাচনী দায়ীত্ব পাল করেছে তারা ছাড়া আওয়ামীলিগের অনেকেও জানেন কি হয়েছে। এজেন্টে থেকেও ভোটা দিতে পারিনি। সকাল থেকে আমি এজেন্ট তাও ভোটের নাগাল পেলামনা। কখনযে কোন সকালে দেয়া হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭