প্রথমবারের দেখা শেষবার হয়েগেলো,
বেদনা হতোনা মনে-
যদি সে কাঁটার মতো কিছু তার ফেলেনা যেতো
অতিশয় নির্জনে।
পাথরকুচির মতো সে কাঁটা পাথর-
পাতা ডাল লতা কাঁটা মেলিয়া, হৃদয়-
গড়েছে বিষের বাস বাসরের ঘর
স্মরণে এমন নীল বেদনার’ময়।
তবুও আশা একদিন হয়তো আবার
পৃথিবী যে গোল তার প্রমাণ রাখিতে-
কোনখানে দেখা হবে তোমার আমার
দেখবো ধানের ক্ষেত তোমার আঁখিতে।
হয়তো তখন রবে বসন্তকাল
পৃথিবীর ধান ক্ষেত সবুজে মাঝে
তোমার আমার দেহে নিথর বিকাল
চোখের দৃষ্টি গিয়ে আটকাবে সাঁজে।
হয়তো তখন পাবো নতুন বেদনা,
হয়তো তখন পাবে তুমিও কিছুটা
তবু সে দিনের তরে মোর দিন গুনা
স্বপ্ন ধরিয়া আছে বেদনার বুটা।