একশত ২০ পার হয়ে গেছে দিন
এখন আর কোন কবিতা হয়না লেখা।
একশ ২০ টি মাস চলে গেলো পিছে---
তোমার সাথে হয়েছিলো শেষ দেখা।
এখন সময় বদলে গিয়েছে বহুত
রাষ্ট্র, সমাজ, এই জনগণ-- সব,
পালটেনি কিছু আমার পৃথিবী, ব্যথা।
তোমার এখানে জীবন মানেই উৎসব।
দশটি বছর পেছনে তাকালে দেখি্
ঘাসের শিশিরে তোমার পায়ের ছাপ
দশটি বছর পেরিয়ে সেখানে আজ
ফাটামাটি, বালি, সূর্যের উত্তাপ।
একশত ২০ পার হয়ে দেছে দিন
কবিতা এসেছে, তোমারে এনেছে সাথে,
সাকার সরূপে কেবলি নিঃস্ব কবি
তুমি বসে আছো ব্যথার কল্পনাতে