উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় বুলবুল: সর্বশেষ তথ্য - bdnews24.com
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯ নম্বর, কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য,
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।
চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।
বি. দ্র: এসসি-জেডিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঘূর্ণীঝড়ের আগাম প্রস্তুতি নিন, সময়মত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যান, নিজে সচেতন থাকুন অন্যকে সতর্ক করুন।
জরুরী যোগাযোগের নম্বর>>
সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য আদান-প্রদানে সরকারি দপ্তরগুলো কন্ট্রোল রুম খুলেছে।
>> ১০৯০ নম্বরে ফোন করে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানা যাবে। বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৯৫৮৬৫৮২১৩।
>> সেন্ট মার্টিন্স দ্বীপে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য কক্সবাজার জেলা কন্ট্রোল রুমের নম্বর ০১৭১৫৫৬০৬৮৮, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর ০১৮৫১৯৬৬৯৬৬।
>> ‘বুলবুল’ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য তথ্য অধিদপ্তর,ঢাকার সংবাদকক্ষের ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮ টেলিফোন নম্বর।
>> বাংলাদেশ কোস্ট গার্ড, বরিশাল বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত নম্বর ০১৭৬৬৬৯০০৩৩।
ঘূর্ণিঝড়ে কী করবেন -
ঘূর্ণিঝড়: কোন সংকেতে কী বোঝায়
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭