বিষয়টা কয়েক বছর ধরেই খেয়াল করছি। নেটে ঢুকলেই দেখা যায় ভুল বানানের ছড়াছড়ি। বিশেষত ছবির নীচে যত জায়গায় নাম দেখেছি সব জায়গাতেই ভুল বানান চোখে পড়েছে। বিডিনিউজ, বাংলাট্রিবিউনের মত নিউজ সাইটেও দেখলাম কামরুজ্জামান লিখেছে। তবে ইত্তেফাকে কামারুজ্জামান লেখা আছে। কেন জানি, এই "কামরুজ্জামান"(আকার ছাড়া ম) বানানটা দেখলে আমার চরম বিরক্তিভাব আসে। জানি না কেন হয়, যতবার চোখে পড়ে মেজাজটা বিগড়ে যায়।
পোস্ট লেখার আগে এ নিয়ে বেশ খানিকটা সময় পড়লাম:
- জাতীয় দৈনিকগুলোতে কামরুজ্জামান, কামারুজ্জামান দুটোই লেখা আছে।
- রাজশাহীর স্থানীয় এক পত্রিকায় কামারুজ্জামান লেখা আছে। ওখানকার সব ব্যানারেও কামারুজ্জামান বানান দেখেছি।
- ব্লগে দুটো শব্দেই পোস্ট আছে।(হতাশার খবর হল, আজকে কয়েকটা পোস্টে ভুল বানান দেখেছি)
- উইকিপিডিয়াতে আছে, "আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান"।
- বাংলাপিডিয়ায় শিরোনামে কামারুজ্জামান লেখা থাকলেও ভেতরে কামরুজ্জামান শব্দ লেখা।
- উনার নামে রাজশাহীতে যেসব প্রতিষ্ঠান আছে, সবগুলোতে কামারুজ্জামান লেখা দেখেছি
১. শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ
২. শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা
৩. শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি চত্ত্বর
কামরুজ্জামান নাকি কামারুজ্জামান?
উইকির একটা পেজ থেকে কিছু অংশ দিচ্ছি-
"আমাদের জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের নামটি ভুল দেখাচ্ছে এখানে। এই ভুক্তিতে আছে কামরুজ্জামান, শুদ্ধ নাম হচ্ছে কামারুজ্জামান। সরকারিভাবে কামারুজ্জামান লেখা হয়(সূত্র:http://www.rajshahi.gov.bd/node/207101)"
আমিও দেখেছি সরকারি সাইটে কামারুজ্জামান শব্দটাই লেখা হয়। দু:খজনক হলেও সত্য, উইকি তাদের ভুল শুধরে নিলেও বাংলাপিডিয়াতে ভুল শব্দই আছে।
ঘটনাটা কয়েক মাস আগের। মোহম্মদপুরে এক বন্ধুর ওখানে দুদিন ছিলাম। কথা প্রসঙ্গে ওকে জিজ্ঞেস করলাম: " আচ্ছা বলতো, এএইচএম কামারুজ্জামানের কবর কোথায়?" বন্ধুর সরল উত্তর, "ঢাকাতেই মনে হয়"(মানে, বাঁকি নেতাগুলোর কবর যেখানে(বনানী) সেখানে)। উত্তর শুনে বেশ অবাক হলাম। এর জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে, তার বাড়ি থেকে কাদিরগঞ্জ মাত্র ১-১.৫ কিলো পথ। অথচ এটা জানে না! সেখানে যায়ও নি! পরে তাকে লোকেশনটা বুঝিয়ে দিলাম আর বললাম, "সময় করে ঘুরে আসিস।"
লোকেশন: বায়তুল আমান জামে মসজিদের পূর্ব দিকে, কাদিরগঞ্জ, রাজশাহী।
জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালো থাকুক জাতীর সূর্যসন্তানেরা।
সহায়ক লিংক-
♦ জেলহত্যার নির্মম প্রহর
♦ ''আমাদের রাজশাহীর'' জানা অজানা তথ্য এবারের পর্ব প্রখ্যাত ব্যক্তিত্ব - ইউসুফ আলী রিংকূ লিখিত পোস্ট ও ♦ জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্তর - নাহিদ০৯ লিখিত পোস্টে সঠিক বানান দেখেছি। সকালের এক মন্তব্যে রাজিব নুরও ঠিক বানানটা লিখেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩