গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-
৫৮ মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩ অধিদপ্তর ও অন্যান্য
৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯১ উপজেলা, ৪৫৫৪ ইউনিয়ন (বাংলাদেশ (Bangladesh) জাতীয় তথ্য বাতায়ন )
[০১/১২/১৮]↓
মোট ভোটার: ১০কোটি ৪১লাখ ৯০ হাজার ৪৮০ জন[জনসংখ্যা- ১৬ কোটি ৮লক্ষ(অর্থনৈতিক সমীক্ষা-২০১৮)]
পুরুষ ভোটার: ৫,২৫,৪৭,৩২৯ জন
নারী ভোটার: ৫,১৬,৪৩,১৫১ জন
নতুন ভোটার: ১ কোটি ২৩ লাখ(প্রায়)
১৮-২৮বছর বয়সী ভোটার: ২৮%
[০৯/০১/১৯]↓
কার মাসিক বেতন কত?
প্রধানমন্ত্রীর: ১লাখ ১৫ হাজার টাকা
মন্ত্রী: ১লাখ ৫ হাজার টাকা
প্রতিমন্ত্রী: ৯২ হাজার টাকা
উপমন্ত্রী: ৮৬ হাজার ৫০০ টাকা [ভাতা নিয়ে লেখার মুড নাই]
[০৭/০৩/১৯] ↓
মুক্তিযোদ্ধা তালিকার শেষ কোথায়?
১. চার কোটি টাকা খরচ হলেও পূর্ণঙ্গ তালিকা তৈরী হয় নি।
২. বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা- ২,৩৪,৩৭৮জন(বেসামরিক গেজেটভুক্ত - ১,৮৪,৪৪৩)
৩. বিএনপির আমলে(২০০১-০৬) গেজেটভুক্ত হন ১,৯৮,৮৮৯জন। ২০০৯সালের পর আওমিলীগের ১০ বছরে গেজেটভুক্ত হন ৩৫,৪৮৯জন।
৪. ভাতার পরিমান: ২০০৯সালে ছিল ৯০০টাকা, এখন ১০,০০০টাকা।
[১৪/০৩/১৯] ১০ বছরে গ্যাসের মূল্য বেড়েছে ৬বার।
[২৮/০৩/১৯]↓
১. ৫বছরে সড়কে প্রণহানি ৪৭৪১। দুর্ঘটনায় হতাহতের ৩৮% এর বয়স ৬-২৫; মৃতের ১২.৫%শিক্ষার্থী। ৬৮% দুর্ঘটনার উৎস বাস-ট্রাক।
২. জনপ্রশাসনে বড় বাঁধা দলীয়করণ। আওয়ামিলীগ-বিএনপি দুই আমলেই এটা হয়েছে।
জনপ্রশাসনে সরকারি কর্মকর্তা-কর্মচারী: ১৩,৬২,২৯৮জন।(মোট ক্যাডার ২৭)
নারী সদস্য: ৩,৬৮,৮১৯(২৭%)
প্রথম শ্রেণীর নারী কর্মকর্তা: ৩০,০৪২(নারীদের ৮%) [সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮]
৭৮জন সচিবের মধ্যে নারী সচিব ৭জন। একমাত্র নারী জেষ্ঠ সচিব জুয়েনা আজিজ। [PA-E-7]
[৩১/০৩/১৯]↓
রেল খাতের আমলনামা: ২০১৬-১৭ অর্থ বছরে
ব্যয়ঃ ২,৮৩৫ কোটি টাকা
আয়ঃ ১,৩০৩ কোটি টাকা
লোকসান: ১,৫৩২ কোটি টাকা
অপারেটিং রেশিও, বার্ষিক আয়ের অনুপাতে পরিচালনা ব্যয়(%)[লাভ ক্ষতির অংক-]
আয় ১,৩০৩ কোটি টাকা হলে ব্যয় হয় ২,৮৩৫ আয় কোটি টাকা
১ টাকা হলে ব্যয় হয়= ২৮৩৫/১৩০৩
আয় ১০০টাকা হলে ব্যয় হয়= ২৮৩৫*১০০/১৩০৩= ২১৭.৫৭%(পুরাই লস)
যা, ভারতে ৯১%(লাভ জনক)
যুক্তরাষ্ট্রে ৭০%(লাভ জনক)[নর্থ ওয়ান ক্লাস ওয়ান রেলওয়ে]
তুরস্কে ৯৪% (লাভ)
পাকিস্তানে ১৭৪%(লস প্রজেক্ট)
বর্তমানে রেললাইন আছেঃ ৪,২৯২কিমি
স্বাধীনতার সময় ছিলঃ ৪,৪৪৮কিমি [সূত্রঃ বিআর]
[০১লা এপ্রিল, ২০১৯]↓
১. চার ধাপে ৪৪৫টি উপজেলায় ভোট হয়েছে(৫ম ধাপ ১৮জুন)। বিনা ভোটে ১০৭জন চেয়ারম্যান নির্বাচিত। কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট লাগেনি ৩০উপজেলায়। ২৪%চেয়ারম্যান, ৫০জন ভাইস চেয়ারম্যান, ৫৯জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিনা ভোটে তিন পদে সবাই জয়ী ৩০ উপজেলায়, শেষ পাতা -38642
২. সাগর-রুনির হত্যাকান্ড: ৬২ বার সময় নিয়েছে র্যাব, ৬৪বার সময় দিয়েছে আদালত।[PA-3-1]
৩. ২০১৮সালে ৫৭১শিশু ধর্ষণের শিকার।(PA:5-1)
একটি লিংকঃ এফআর টাওয়ারের আগুন কি আরো আগে নেভানো যেতো? - BBC News বাংলা_47765086
ইহা ব্যক্তিগত পোস্ট। তথ্যগুলো নানা সমসয়ে সংগ্রহ করা। সবগুলোর লিংক দেয়া গেল না, তবে নেটে সার্স দিলে অনেক আমলনামাই দৃষ্টিগোচর হইবে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭