ছোটবেলায় সাধারণ বিজ্ঞানে পাতার গঠন, প্রস্বেদন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া মুখস্থ করেছি অনেকটা চিরতার রস পান করার মতো। স্টোম্যাটা বা পত্ররন্ধ্র, গলজিবডি, মাইটোকন্ড্রিয়ার কার্যাবলি মুখস্থ করেছি , কিন্তু আগামাথা বোঝার চেষ্টা করিনি। আর সবকিছু কেমন অবিশ্বাস্য মনে হতো সাদা-কালো ছবি দেখে দেখে। তখন প্রযুক্তির এতো উৎকর্ষতাও ছিল না, যে ছবিগুলো প্রাণবন্ত করে দেখব।
কিন্তু এখন এমন যদি হয় আপনাকে শিক্ষসফরে নিয়ে গিয়ে দেখিয়ে আনি পাতার গভীরে কী আছে? আপনাকে যদি পত্ররন্ধ্র দিয়ে পাতার ভেতরে ঢুকিয়ে দেই? আপনি ভেতের গেলেন, গলজিবডির সঙ্গে দেখা করলেন, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের প্রক্রিয়া দেখলেন নিজ চোখে, ক্লোরোপ্লাস্ট বসে বসে কী করে?
খুব ভালো হতো তাই না? পাতা কীভাবে খাদ্য তৈরি করে, শক্তি যোগায় গাছের জন্য তা দেখে খুবই আনন্দ পেতেন। হ্যা সেজন্যই আপনার জন্য আয়োজন করেছি এমন একটি শিক্ষসফরের। এক্কেবারে বিনে পয়সায়। এই সফরে পত্ররন্ধ্র দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে পাতার গভীরে। অতপর আপনি দেখতে থাকবেন না দেখা কিছু অবাক করা সৌন্দর্য।
তো কথা বাড়িয়ে লাভ নেই। চলুন যাওয়া যাক। নিচের লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন শিক্ষাসফরের টিকিট।
ঘুরে আসুন পাতার গভীর থেকে
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯