মশা
এই যে মশা তুই কেন নিস রক্ত আমার চুষে
ফের যদি চাস উঠব আমি তেল বেগুনে ফুঁসে
তোর বাড়ি কি খাবার নেই?
রক্ত ছাড়া চাবার নেই?
রাগলে আমি হুলটাকে তোর পুড়িয়ে দেব তুষে।
মাকে গিয়ে বলিস ডেকে করতে খাবার রান্না
নইলে চোখে মরিচ মেখে করিস মেকি কান্না
বলবি মাকে রক্ত নেই
লোকের শরীর শক্ত যেই
হুল ফুটালে তারা নাকি কোনো টেরই পান না।
আঁধার পেয়ে চোখ লুকিয়ে গান শোনালি কানে
গানের পরে হুল ফোটাবি সব লোকে তা জানে
তোর কি কোনো শরম নেই?
টাকা পয়সার গরম নেই?
নাগাল পেলে মারব এমন মরবি যে কোন খানে।
১৪.০৫.২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩৪