আপনি যে ঘরে বসত করেন সে ঘরের খবর কি জানা আছে? আপনার বসত যে ঘরে সেই ঘর খানা হল মানব দেহ। এই মানব দেহ হল এক খানা আজব মেশিন। যা জনম ভরে চলতেই থাকে। এর গঠন বড়ই জটিল। আসুন এবার জেনে নেই মানব দেহ সম্পর্কিত কিছু মজার মজার তথ্য।
মানবদেহে ৬৫০ এরও বেশি ধরনের পেশী রয়েছে।
প্রতিটি পেশীর তন্তু চুলের চেয়েও চিকন এবং এটি এর ওজনের চেয়ে ১ হাজার গুন পর্যন্ত ওজন সহ্য করতে পারে।
৬৫ বছর বয়স যখন হবে তখন যারা মোটেও ব্যায়াম করে না, তাদের পেশীর শক্তি ৮০ শতাংশেরও বেশি কমে যাবে।
জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ প্রায় ৭০ হাজার মাইল হাঁটে
হৃদপিণ্ড ও ফুসফুস ভালো রাখতে হলে হাঁটার কোনো বিকল্প নেই। হাঁটাই সবচেয়ে সেরা ব্যায়াম
রক্ত হৃদপিণ্ড থেকে বের হয়ে পুরো শরীর ঘুরে আসতে সময় লাগে মাত্র ২৩ সেকেন্ড
বিস্তারিত পড়ুন
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭