অামার হৃদয় কেঁটে প্রতিনিয়ত
দুঃখ প্রসব করি,
এ জ্বালা কেউ বুঝবে না!
ভালো অাছি, এই মিথ্যাটা
অার বলতে ভালো লাগে না।
প্রতিটি স্বপ্নের অালাদা রং থাকে
স্বপ্ন যার রং কে ছোঁয়,
তার জীবন স্বপ্নিল হয়।
জন্ম মাত্র পৃথিবীকেই স্বপ্নরাজ্য মনে হয়েছিল
অামার জন্মটা বাবা মায়ের প্রেমের নির্যাস,
কিংবা অামিই ছিলাম তাদের স্বপ্ন।
কৌশর ভালো কাঁটে অামার, তোমার, সবার
কি দুরন্তই ছিলাম! টগবগে ছিল খুন।
ছিল অবাক করা দৃষ্টি অামার
মন কেঁড়ে নেওয়া গুন।
সুখ বেশিদিন স্থায়ী হয় না
এজন্য বোধহয়,
প্রথম ভালোবাসার সুখ
ভালোবাসা কি এটা বোঝার অাগেই,
কষ্টের জ্বালানি কাঁঠ হয়ে যায়।
অাজীবন পোঁড়ায়!
সুখ পোঁড়ায়,
অন্তর পোঁড়ায়,
ভালোবাসা পোঁড়ায়।
সমুদ্রের জোয়ার দেখি ভাঁটা দেখি,
যেদিন জোয়ার অাসার প্রতিক্ষা
অামায় উন্মাদ করল, সেদিন বুঝলাম
যৌবন এসে গেছে শরীরে।
অামাকে ভালোবাসতে হবে
ফুল, নারী, জোৎস্না।
বিকেলের শিমুলরাঙ্গা অাকাশে,
মেঘরং দিয়ে অাঁকতে হবে
প্রেমিকার মুখ।
যৌবন এসে গেছে শরীরে,
বিল্পবী কবিতা দিয়ে
বাক স্বাধীনতা ফিরিয়ে অানতে হবে।
শোষণ ও শাসনের বিরুদ্ধে
বুক পেতে অাগলে রাখতে হবে
জন্মভূমির প্রতিটি দুর্বা ঘাস,
যে বুকে বুলেটের গুলি এসে ফিরে যায়।
যৌবন যতদিন অাছে
ততদিন বিদ্রোহ চলবে..
অামি প্রেমিক,
প্রেম যতদিন অাছে
যৌবন ততদিন থাকবে।
মৃত্যু! সে তো দেহত্যাগ মাত্র
একবার যে মরে,
সে অাজীবনের জন্য বেঁচে যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫