আমি বাজার থেকে কাঁচা মরিচ আনতে ভুলে যাই
তোমার স্বাদের বেনুন সাদাকালো থেকে যায়
ভুলে যাই হলুদ মরিচের গুড়ো আনতে
ফুলকপির বদলে একতোড়া বেলীফুল নিয়ে ঘরে ফিরি ।
অস্মিতার স্কুলের বেতনের ডেট ভুলে যাই
তোমার প্যারাসিটামল আনতে ভুলে যাই
তুমি গোল মরিচ আনতে বললে-
তোমার জন্য গোল টিপ নিয়ে ঘরে ফিরি ।
রাজহাঁস দম্পত্তি এনে তোমার হাতে দিলে
তুমি জানতে চাও ঝোল না ফ্রাই?
তোমার কাছে ভালবাসা আজ সিঁদুরের কৌটায় বন্দী
প্রাতঃকালের দাঁত ব্রাশের মত এ এক অভ্যস্ত আহ্নিক ।
বেলা, চল আবার চিল হই- নীল আকাশের দখল নেই
আটপৌড়ে জীবনের তৈজসপত্র ফেলে চল আবার
রৌদ্রের রঙ গায়ে মাখি, চল আবার জ্যোৎস্না ভিজি ।
বেলা,
বড় অবেলায় চল আবার পালিয়ে বিয়ে করে ফেলি ।