বৌ ম্যাডাম আজ খিচুড়ি রাঁধিয়াছে। তাহারি সুগন্ধে ঘরের আনাচে কানাচে এমনকি ছোট বড় সবকটা ঘরই মৌ মৌ করিতেছে। এমনিতেই সারাদিন বৃষ্টি, তার ওপর সেই কখন থেইকা পেটের ভিতর খিচুড়ির লোভ মোচড়ামুচড়ি লাগাইসে অথচ বৌ ম্যাডাম তাহা ঢাকা দিয়া সেই যে বান্ধবীর সাথে ফোনালাপ আরম্ভ করিয়াছে, আর যেই হারে তাহাদের নুতন মার্কেটের নুতন পণ্যাদির বিবরণ-বৃত্তান্ত আদান প্রদান হইতেসে, তাতে মনে হইতেসে না অতি সম্প্রতি তাহার মাঝে বিজ্ঞাপন বিরতিরও কোন ঠাঁই আছে। অতএব উশখুশ করিতে করিতে যখনি দেখিলাম- আলোচনা নেইলপালিশের কালার, জুতার কালার, টিপের কালার পার হইয়া জামার কালারের দিকে যাই যাই করিতেসে তখনি সিদ্ধান্ত নিলাম আমারই কিছু করা উচিত। তাই আগপিছ চিন্তা না করিয়া গাহিয়া উঠিলাম…
: হাওয়া মে উড়তা যায়ে…
: ব্যস…ব্যস… ওটুকুতেই থামো বলিতেছি…
: ক্যানো গো ময়না… কত্ত রোমান্টিক একখান গানা…
: রাখো তোমার রোমান্টিক। রোমান্স এখন আর লাল দোপাট্টায় নাইরে পাগলা!
: কি কও! দোপাট্টায রোমান্স না থাকিলে পৃথিবীর আর কই রোমান্স আছে!
: হুমম, আছে আছে। তুমি আর কি রোমান্স করিবা! রোমান্স শিখিবা তো শিখিয়া আসো আপুদের কাছ থেইকা…
: তারা আবার কি করসেন?
: তারা রোমান্সে এখন লাল দোপাট্টা ছাড়াইয়া গেসেন
: দোপাট্টা ছাড়াইয়া গেসেন! কও কি! দোপাট্টা ছাড়াইয়া কই গেসেন! পাবলিক প্লেসে না অন্দরমহলে?
: আরে না… তারা এখন পরস্পর হাওয়া মে লাল দোপাট্টা না উড়াইয়া, আন্দোলনের হাওয়া মে রীতিমত চুল ওড়ানো শুরু করসেন… আহা হোয়াট অ্যা রোমান্স !!!
!
!
হাওয়া মে উড়তা যায়ে… তেরা… …
মাননীয় স্পীকার, হিন্দি চুলের নাম পাবলিক প্লেসে উচ্চারণ করিতে পারিলাম না বলিয়া বাকি লাইন গাওয়া হইল না, অধমেরে ক্ষমা করিবেন ।।
➫━➬━➫━➬━➫━➬━➫━➬━➫━➬
একটি অংকনের সাতকাহন এর ক্যাচাল প্রোডাকশন ।।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭